Whatever is First

The biggest, the strongest, the fastest—a common consequence of all such record holders is to eventually fall behind. Because today, tomorrow, someone will overtake these record holders. But whatever is first, is always first. Maybe, the first discovered information was not the first discovered later, but something before that. But it will also be the first, so the first is always the first.

Slide Projector
The world's first slide projector was invented by the Dutch scientist Cornwallis Drabel. In 1630 he created this slide projector using lenses and light. Although slide projectors are used in various office functions today, Draebel designed his slide projector for the purpose of 'viewing pictures of absent persons'. However, in 1651, the Italian Christian-priest made technical improvements to Drabel's slide projector. In the same year, another Italian, Martin Martini, introduced the use of transparent slides.

Drama
The first drama in the world was performed in the 21st century BC. The play was staged to mark the enthronement of the Egyptian pharaoh Sesotrice I. At the same time, both genres of story-based drama—tragedy and comedy—began to be used in drama productions. At that time, the actors and actresses used to portray various tragic stories in the drama based on sad stories. Comedy genre plays were most popular in Greece.
Based on Nair Iqbal, Penguin Book of First
 
Travel the world by plane
In 1924, four military personnel set out on a world tour in a Douglas DWC airplane of the US Army. Lieutenant L.H. Smith, Eric H. Nelson, Sergeant L. L. Arnold and J. Harding were the lucky four. The aircraft took off on April 24. It traveled around the world and landed in Seattle, USA on September 28. The four soldiers spent a total of 351 hours in the air during the world's first round-the-world trip by plane.

Cross the Pacific Ocean by plane
It is the longest runway in the world. The distance is almost from the United States to Australia, that is, from one end of the world to the other. Once upon a time it was unthinkable to fly this distance. However, two Australians named Charles Kingsford and Charles Ulm crossed this distance for the first time in May 1928 with a Fokker trimotor plane. They were accompanied on this trip by two Americans named Harry Lyon and James Warner. Starting from the Oakland airport in the United States, they flew about five thousand kilometers and arrived in Brisbane, Australia after a month. Nair Iqbal based on Penguin Book of First

Cookbook
The ancient Greek physician Hippocrates (460-357 BC) believed that food plays an important role in protecting human health and preventing disease. This Hippocrates founded the Greek Medical School, the most famous institution in the world of medicine at that time. Many articles were published from his institute discussing the importance of proper diet to stay disease-free. These are about the fifth and fourth BC period. Overeating was always criticized as dangerous by Hippocrates' institution.
In addition, the Greek nutritionist Diphilus wrote a book called Food for the Well and Sick in the third century BC. In it he presented a huge list of food items. He also discussed their nutritional value, benefits and side effects. But the book is no longer available.

Books on food preparation
The great cooks of ancient Greece began to write books on cooking from the fourth century BC. The earliest known written book on this subject was written by a poet named Mithakas. It was called The Sicilian Cook. The book was very popular in the original Greece. Even Plato praised it. At that time Sicily was very famous for its delicious food. But these ancient recipe books are no longer available today.

Cooking school
Another famous Greek digest of Mithacus's contemporary was Thorpson. He founded the first cooking school. While running the school, he wrote a cookbook called Gastronomy. In it he discusses different types of food ingredients, where they come from and how they are prepared.

Books on food supply
The Roman author Matthias wrote a book on food supply in the first century BC. In this he discusses various aspects of cooking, food servers, food serving methods.

Food Menu
In Greece in the 5th century BC, a list of what food is on the table was introduced. From there, the practice of keeping a menu or list of food in today's hotel-restaurants began.
(Source: The Book of First) | Date: 15-10-2010

Communist Revolution
In the third century BC, the Romans established their dominance over Greece and almost the entire region of Western Asia. At this time, class discrimination was rampant in these areas. Due to the unequal distribution of wealth, there is a huge disparity between the rich and the poor. The rich class became involved in various misdeeds including oppressing the poor class after gaining enormous power. At that time, the kingdom of Pergamon was under Roman rule in Western Asia. Atlas was the king of this kingdom. This Pergamon is the Türkiye of today. After the death of King Atlas, his half-brother Aristonicus ascended the throne. Aristonicus' thinking was very different from that of Atlas. He thought of equal rights for all and equitable distribution of wealth. At this time, he began to run the state in a theory similar to the communist ideology. On Aristonicus's council was a philosopher named Blosius, whose encouragement and advice Aristonicus originally established the communist state in Pergamon. The time was 133 BC. Aristonicus led a rebellion against the Roman emperors. This revolt was basically against discrimination and injustice. Many slaves also took part in the rebellion. Aristonicus defeated the Romans in a large part of Asia Minor by revolt. This is the first communist revolution in the history of the world.

সবচেয়ে বড়, সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে দ্রুতগামী—এ রকম যাবতীয় রেকর্ডধারীরই একটা সাধারণ পরিণতি হচ্ছে একসময় পেছনে পড়ে যাওয়া। কারণ আজ হোক, কাল হোক, কেউ না কেউ এই রেকর্ডধারীদের পেছনে ফেলবেই। কিন্তু যা কিছু প্রথম, তা সব সময়ই প্রথম। হতে পারে, প্রথম আবিষ্কৃত তথ্যটা হয়তো পরে দেখা গেল প্রথম নয়, তারও আগে কিছু আছে। কিন্তু সেটিও হবে প্রথম, কাজেই প্রথম চিরকালই প্রথম।

স্লাইড প্রজেক্টর
পৃথিবীতে প্রথম স্লাইড প্রজেক্টর উদ্ভাবন করেন ওলন্দাজ বিজ্ঞানী কর্নওয়ালিশ ড্রেবেল। ১৬৩০ সালে তিনি লেন্স ও আলো ব্যবহার করে এই স্লাইড প্রজেক্টর তৈরি করেন। বর্তমানে বিভিন্ন দাপ্তরিক কাজে স্লাইড প্রজেক্টর ব্যবহূত হলেও ড্রেবেল তাঁর স্লাইড প্রজেক্টরটি তৈরি করেছিলেন ‘অনুপস্থিত ব্যক্তিদের ছবি দেখা’র উদ্দেশ্যে। তবে ১৬৫১ সালে ইতালীয় খ্রিষ্ট-ধর্মযাজক ড্রেবেলের স্লাইড প্রজেক্টরের কারিগরি উন্নতি ঘটান। একই বছর আরেক ইতালীয় মার্টিন মার্টিনি স্বচ্ছ স্লাইডের ব্যবহার চালু করেন।

নাটক
পৃথিবীতে প্রথম নাটক অভিনীত হয় খ্রিষ্টপূর্ব ২১ শতকে। মিসরীয় ফারাও প্রথম সেসোট্রিসের সিংহাসনে অভিষেক উপলক্ষে সেই নাট্যাভিনয় মঞ্চস্থ হয়েছিল। ঠিক একই সময়ে ট্র্যাজিক ও কমেডি—দুই ধারার কাহিনিনির্ভর গল্পই নাটক মঞ্চায়নে ব্যবহার করা শুরু হয়। সে সময় দুঃখের কাহিনিনির্ভর নাটকে অভিনেতা-অভিনেত্রীরা সুরের ধারায় বিভিন্ন ট্র্যাজিক কাহিনি তুলে ধরতেন। গ্রিসে কমেডি ধারার নাটক সবচেয়ে জনপ্রিয় ছিল।
 নাইর ইকবাল, পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে
 
বিমানে বিশ্বভ্রমণ
১৯২৪ সালে মার্কিন সেনাবাহিনীর একটি ডগলাস ডিডব্লিউসি বিমানে করে বিশ্বভ্রমণে বের হন চার সেনাসদস্য। লেফটেন্যান্ট এল এইচ স্মিথ, এরিক এইচ নেলসন, সার্জেন্ট এল এল আর্নল্ড এবং জে হার্ডিং হলেন সেই চার সৌভাগ্যবান। ২৪ এপ্রিল বিমানটি আকাশে ওড়া শুরু করে। পৃথিবীর বিভিন্ন প্রান্ত ঘুরে ২৮ সেপ্টেম্বর সেটি যুক্তরাষ্ট্রের সিয়াটলে অবতরণ করে। বিমানে করে পৃথিবীর প্রথম বিশ্বভ্রমণের সময় সেই চার সেনাসদস্য আকাশে ছিলেন মোট ৩৫১ ঘণ্টা।

বিমানে করে প্রশান্ত মহাসাগর পাড়ি
এটি বিশ্বের সবচেয়ে দীর্ঘ বিমানপথ। দূরত্বটা যুক্তরাষ্ট্র থেকে প্রায় অস্ট্রেলিয়া পর্যন্ত, অর্থাৎ পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্ত। একসময় বিমানে করে এ দূরত্ব পার হওয়া নিতান্তই অচিন্তনীয় ব্যাপার ছিল। তবে ১৯২৮ সালের মে মাসে একটি ফকার ট্রাইমটর বিমান নিয়ে এ দূরত্ব প্রথমবারের মতো পার হন চার্লস কিংসফোর্ড ও চার্লস উলম নামের দুজন অস্ট্রেলীয়। এ ভ্রমণে তাঁদের সঙ্গ দিয়েছিলেন হ্যারি লিওন ও জেমস ওয়ার্নার নামের দুজন মার্কিন। যুক্তরাষ্ট্রের ওকল্যান্ড বিমানঘাঁটি থেকে যাত্রা শুরু করে প্রায় পাঁচ হাজার কিলোমিটার উড়ে এক মাস পর তাঁরা অস্ট্রেলিয়ার ব্রিসবেনে গিয়ে পৌঁছান। পেঙ্গুইন বুক অব ফার্স্ট অবলম্বনে নাইর ইকবাল
রান্নাবান্নার বই
প্রথিতযশা গ্রিক চিকিৎসক হিপ্পোক্রেটিস (৪৬০-৩৫৭ খ্রিষ্টপূর্ব) মনে করতেন, খাবার-দাবার মানুষের স্বাস্থ্য রক্ষায় ও রোগ প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই হিপ্পোক্রেটিস সেই সময়ের চিকিৎসা-জগতের সবচেয়ে খ্যাতিমান প্রতিষ্ঠান গ্রিক মেডিকেল স্কুল প্রতিষ্ঠা করেছিলেন। রোগমুক্ত থাকতে সঠিক খাদ্য গ্রহণের গুরুত্ব নিয়ে আলোচনা করে তাঁর শিক্ষাপ্রতিষ্ঠান থেকে বহু লেখালেখি প্রকাশ করা হয়। এসব পঞ্চম ও চতুর্থ খ্রিষ্টপূর্ব সময়ের কথা। হিপ্পোক্রেটিসের প্রতিষ্ঠান থেকে অতিরিক্ত খাদ্য গ্রহণকে ঝুঁকিপূর্ণ বলে সব সময়ই সমালোচনা করা হতো।
এ ছাড়া খ্রিষ্টপূর্ব তৃতীয় শতকে গ্রিক পুষ্টিবিদ ডিফিলাস একটি বই লেখেন ফুড ফর দ্য ওয়েল অ্যান্ড সিক। এতে তিনি খাদ্যদ্রব্যের বিশাল এক তালিকা তুলে ধরেন। সেই সঙ্গে এগুলোর পুষ্টিগুণ, উপকারিতা ও পার্শ্বপ্রতিক্রিয়া নিয়েও আলোচনা করেন। তবে বইটি এখন আর পাওয়া যায় না।

খাদ্য প্রস্তুত প্রণালী-সংক্রান্ত বই
প্রাচীন গ্রিসের বড় বড় পাচকেরা খ্রিষ্টপূর্ব চার শতক থেকে রান্নাবান্না নিয়ে বই লিখতে শুরু করেন। সর্বপ্রথম এ-সংক্রান্ত লিখিত যে বইটি পাওয়া যায়, তা ছিল মিথাকাস নামের এক পাচকের লেখা। এটির নাম ছিল দ্য সিসিলিয়ান কুক। বইটি মূল গ্রিসে খুবই জনপ্রিয় ছিল। এমনকি প্লেটো পর্যন্ত এটির প্রশংসা করেছিলেন। ওই সময় সিসিলি সুস্বাদু খাবারের জন্য খুবই বিখ্যাত ছিল। তবে এসব প্রাচীন রেসিপির বই আজ আর পাওয়া যায় না।

রান্না শেখার স্কুল
মিথাকাসের সমসাময়িক আরেকজন খ্যাতিমান গ্রিক পাচক ছিলেন থার্পসন। তিনি প্রথম রান্নাবান্না শেখার একটি স্কুল প্রতিষ্ঠা করেন। স্কুলটি চালানোর সময় তিনি গ্যাস্ট্রোনমি নামে রান্নাবিষয়ক একটি বই লেখেন। এতে তিনি বিভিন্ন ধরনের খাদ্য উপকরণ, এগুলো কোথা থেকে এসেছে এবং এগুলোর প্রস্তুতপ্রণালি নিয়ে আলোচনা করেন।

খাদ্য সরবরাহ-সংক্রান্ত বই
রোমান লেখক মাতিয়াস খ্রিষ্টপূর্ব প্রথম শতকে খাদ্য সরবরাহ-সংক্রান্ত একটি বই লেখেন। এতে তিনি রান্নার বিভিন্ন দিক, খাবার পরিবেশনকারী, খাবার পরিবেশনরীতি নিয়ে আলোচনা করেন।

খাবারের মেন্যু
খ্রিষ্টপূর্ব পঞ্চম শতকে গ্রিসে খাবারের টেবিলে কী কী খাবার রাখা আছে, তার একটি তালিকাও টেবিলে রাখার রীতি চালু হয়। সেখান থেকেই আজকের হোটেল-রেস্টুরেন্টে খাবারের মেন্যু বা তালিকা রাখার প্রচলন শুরু।
(সূত্র: দি বুক অব ফার্স্ট)  | তারিখ: ১৫-১০-২০১০

কমিউনিস্ট বিপ্লব
খ্রিষ্টপূর্ব তৃতীয় শতকে রোমানরা গ্রিস ও পশ্চিম এশিয়ার মোটামুটি পুরো অঞ্চলেই নিজেদের আধিপত্য প্রতিষ্ঠা করে। এ সময় শ্রেণীবৈষম্য এ অঞ্চলগুলোতে মাথাচাড়া দিয়ে ওঠে। সম্পদের অসম বণ্টনের কারণে ধনী ও দরিদ্রশ্রেণীর মানুষের মধ্যে ব্যাপক বৈষম্য দেখা দেয়। ধনীশ্রেণী প্রভূত ক্ষমতার অধিকারী হয়ে দরিদ্রশ্রেণীর ওপর নির্যাতনসহ বিভিন্ন অপকর্মে যুক্ত হয়ে পড়ে। এ সময় পশ্চিম এশিয়ার রোমান শাসনের অধীনে প্যারগামোন রাজ্য ছিল। এই রাজ্যের রাজা ছিলেন অ্যাটলাস। এই প্যারগামোনই হচ্ছে আজকের দিনের তুরস্ক। রাজা অ্যাটলাসের মৃত্যুর পর তাঁর সৎ-ভাই অ্যারিসটোনিকাস সিংহাসনে আরোহণ করেন। অ্যারিসটোনিকাসের চিন্তাভাবনা ছিল অ্যাটলাসের চেয়ে অনেকটাই ভিন্ন। তিনি সবার সম-অধিকার ও সম্পদের সুষম বণ্টনের কথা চিন্তা করেন। এ সময় তিনি অনেকটাই কমিউনিস্ট চিন্তাধারার মতো তত্ত্বে রাজ্য পরিচালনা করা শুরু করেন। অ্যারিসটোনিকাসের পরিষদে ব্লসিয়াস নামের একজন দার্শনিক ছিলেন, তাঁর উৎসাহ ও পরামর্শেই অ্যারিসটোনিকাস মূলত প্যারগামোনে কমিউনিস্ট রাজ্য প্রতিষ্ঠা করেন। সময়টা ছিল খ্রিষ্টপূর্ব ১৩৩ সাল। অ্যারিসটোনিকাসের নেতৃত্বে এ সময় বিদ্রোহ সংঘটিত হয় রোম সম্রাটদের বিরুদ্ধে। এই বিদ্রোহ মূলত ছিল বৈষম্য ও অবিচারের বিরুদ্ধে। বিদ্রোহে প্রচুর ক্রীতদাসও অংশ নেন। বিদ্রোহের মাধ্যমে অ্যারিসটোনিকাস এশিয়া মাইনরের এক বিরাট অংশে রোমানদের পরাজিত করেন। পৃথিবীর ইতিহাসে এটাই প্রথম কমিউনিস্ট বিপ্লব।

No comments: