- ধাঁধাঁর আসরে ধাঁধাঁর উত্তর জানার জন্য ইমেইল করুন
- Akter689@gmail.com
- Ø কালো হরিণ থাকে কালো পাহাড়ে দশ জন ধরে আনে দুই জনে মারে
- Ø শত শত দাঁত দিয়া তোলে পোকা বলহে কোন জন
- Ø আকাশেতে চিক চিক চৌতলায় বাসা মানুষ খাইবার তার, ভাই
বড় আশা।
- Ø এমন প্রানী বের কর খুজে সদায় সে ঘুরে
বেড়ায় চোখ নাহি বুজেঁ
- Ø একটু খানি চুন কাম করা ঘর ভেঙ্গে গড়তে
বললে লাগে বড় ডর।
- Ø পা আছে হাত নাই এটা কি তা বল ভাই
- Ø সাত অক্ষরে নাম তার জাতে কর্মকার ডানে
বামে পড়ে যাও একনামে সার
- Ø গাভী দেয় তিন সের মহিষ এক ধারা ছাগল দেয়
এক পোয়া তিন জাতি তারা, দুধ চাই এক জন প্রানি এক কুড়ি কোন
প্রানী কতগুলি বল তাড়াতাড়ি।
- Ø কালিদাস পন্ডিত কয় বাল্যকালের কথা নয় লক্ষ
তেতুল গাছে কয় লক্ষ পাতা?
- Ø আমি তুমি একজন দেখিতে এক রুপ
- আমি কত কথা কই তুমি কেন থাক চুপ?
- Ø শুভ্র বসন দেহ তার
- করে মানুষের অপকার
- চিতায় তারে পুড়িয়ে মারে
- তবু সে উঃ আঃ না করে।
- Ø হাজার হাজার বাড়ি সেথা রানী একজন
- এক রানীকে হাজার রাজা করে আলিঙ্গন
- প্রসব করে সন্তান একই রানী হয়ে
- শূণ্য থাকেন সে সব রানী সদা শুয়ে।
- Ø যে মুখে খায়, সেই
মুখে হাগে এই প্রাণি নিত্য রাত জাগে।
- Ø ঢাক গুড় গুড়,
ঢাক গুড় গুড় ঢাক গুড় গুড় করে বলপুরেতে আগুন লেগেছে কেউ না নিভাতে পারে।
- Ø হাত দিলে বন্ধ করে সূর্যদোয়ে খোলে ঘোমটা দেওয়া স্বভাব তার মুখ নাহি তোলে।
- Ø সাগর থেকে জন্ম নিয়ে আকাশে করে বাস মায়ের কোলে ফিরে যেতে জীবন হয় লাশ।
- Ø এই দেখি এই নাই তার আগে আগুন নাই।
- Ø চক থেকে এলো সাহেব কোট-প্যান্ট পরে কোট-প্যান্ট খোলার পরে চোখ জ্বালা করে।
- Ø তিন অক্ষরে নাম
তার অনেক লোকে খায় মধ্যের অক্ষর বাদ দিলে জিনিস রাখা যায়।
- Ø তেল চুকচুক পাতা ফলের ওপর কাঁটা পাকলে হয় মধুর মতো বিচি গোটা গোটা।
- Ø তিনটি র্বণে নামটি তার, রসাল এক ফল ছাড়িয়ে মধ্যবর্ণ হয় যে আরেক ফল।
- Ø কাঁচা খাও, পাকা খাও খাইতে রড় মিষ্টি আমি যদি খাইতে বলি চটে গিয়ে করো অনাসৃষ্টি।
- Ø উত্তরে চিলের বাসা কোন গাছের ফল কাঁচা।
- Ø জলে জন্ম ঘরে বাস, জলেতে পড়লে সর্বনাশ।
- Ø বন থেকে বেরুল টিয়ে সোনার টোপর মাথায় দিয়ে।
- Ø ঘরের মইধ্যে ঘর নাচে কনে-বর।
- Ø আল বেয়ে যায় সাপ ফিরে ফিরে চায় বাপ।
- Ø রাজা-মন্ত্র্রি-সৈন্য মিলে নৌকা চড়ে যুদ্ধে যায় জীবন তো দূরের কথা, ঢাল-তলোয়ার ছাড়াই কুপকাত।
- Ø বলো সে কী ফল খেতে বড় বেশ- কলজের মধ্যে থোকা থোকা কমলা বুড়ির কেশ।
- Ø মানুষ নয় প্রাণীও নয় পিছে পিছে ঘোরে লাথি দিলে সেও যে লাথি দেয় জোড়ে।
- Ø হাতি নয় ঘোড়া নয়, মোটা মোটা পা তরু নয়, লতা নয়, ফুলে ভরা গা।
- Ø তিন অক্ষরের নাম তার বাংলাদেশে নাই প্রথম অক্ষর বাদ দিলে অনেক লোকে খায়।
- Ø অলি অলি পাখিগুলি গলি গলি যায়, সর্ব অঙ্গ ছেড়ে দিয়ে চোখ খুবলে খায়।
- Ø উড়তে পাখি উনুর ঝুনুর বসতে পাখি ধন্দা আহার করতে যায় পাখি হাত থাকে তার বান্ধা।
- Ø হাতে আছে, হাতে নাই হাত বাড়ালে পাবি কই।
- Ø চাই নাকো তবু খাই বেশি খেলে মারা যাই।
- Ø দুই অক্ষরের নাম যার প্রসিদ্ধ একটি গাছ নামটি উল্টে দিলে পুঁতি চারাগাছ।
- Ø সকলের শিরে ধরে নাহি ধরে কেশে হাত নাই, পা নাই বলো ধরে কে সে?
- Ø সবকিছুই সে পাড়ি দিয়ে যায় নদীর পাড়ে গেলে অমনি থেমে যায়।
- Ø গায়েতে কন্টকাবৃত সজারু সে নয় মানুষে পেলে গন্ধ তখনি ছেদ হয়।
- Ø আহার্য নয় তবু খায় সর্বজন, অনিচ্ছাতে বাধ্য হয়, করিতে ভক্ষণ।
- Ø জলে রই স্থলে রই জল বিনা কিছু নয়।
- Ø লাল বরণ, ছয় চরণ, পেট কাটলে হাঁটে, মূর্খ লোকে বলবে কিসে পন্ডিতের শির ফাটে।
- Ø তিন বীর রারো শির বত্রিশ লোচন, ভূমিতে পড়িয়া বীর করে মহারণ।
- Ø ভন্ ভন্ করে তবু ভোমরা নয় গলায় পৈতা তার বামুন তবু যে নয়।
- Ø কাঁটা ভরা অঙ্গ
তার, সুদীর্ঘ আকার প্রাণ আছে, শিরে কেশের সম্ভার
- Ø জিহবার আগে মধু, বিন্দু বিন্দু ঝরে জুড়ায় রসনাখানি, পান করে তারে।
- Ø একটুখানি ঘরে চুনকাম করে
- Ø ভয়ঙ্কর পথিক সে সকলে যে ডরায় খানিক পরে কাঁদিয়া সাগর সে ভাসায়।
- Ø একটুখানি পুষ্পরিনী টলমল করে, একটুখানি কুটা পাড়লে সর্বনাশ করে।
- Ø আাঁধার পুকুর, গড়ান মাঠ, বত্রিশ কলাগাছ, একখানি পাট।
- Ø ছোট ছোট গাছখানি তার কত ফল ধরে একটা যদি খায় তবে আহা-উহু করে।
- Ø আমারও নাই, তোমারও নাই, আমরা কে তা বোঝ নাই
- Ø হাত পা তার ইটের সমান অতি পুরু ছাল, পেটে দিলে তাকে বাড়ে অনেক মান
- Ø এই পাড়ে খাগড়া ওই পাড়ে খাগড়া কখনও মিলেমিশে কখনও বা ঝগড়া
- Ø আট পা আঠারো হাঁটু জাল ফেলিয়া মরা ঠেঁটু শুকনায় ফেলিয়া জাল গাছে উঠিয়া নিল ফাল
- Ø বিনা দুধে হইছে দই এমন কুমার পাব কই।
- Ø লাঠির মত গাছে সোনার ফল নাচে।
- Ø একই মায়ের সন্তান মোরা আমি তাকে ভাই বলি সে আমায় বলে না ভাই বলুনতো কি সম্পর্ক তাই।
- Ø উঠান ঠন ঠন, বাড়িতে নাই খাই বস্তুর বাকল নাই।
- Ø এ পাড়ে বুড়ি মরল ও পারে গন্ধ ছাড়ল।
- Ø ঝাপাট জঙ্গল খেকে বের হলো সাপ ডিম পাড়ে কাপ কাপ।
- Ø থাল ঝনঝন, থাল ঝনঝন থাল নিল চোরে, বৃন্দাবনে লাগলো আগুন কে নিভাইতে পারে।
- Ø বৃক্ষ এক হইছে যে মাঠের উপর ডালে ডালে পুষ্প তার, ফুটিছে বিস্তর যৌবনকালেতে তারে সর্বলোকে খায়, হেমন্তে জন্ম তার, বসন্তে মরে যায়।
- Ø এই দেখলাম এই নাই কী বলব সবই রাজার ঠাঁয়।
- Ø উপর থেকে পরলো বুড়ি হাত-পা তার আঠার কুঁড়ি।
- Ø দুই অক্ষরে নাম যায় সবদেশেতে রয় সর্বদেশেই তার সুনাম দুর্নাম স্বাক্ষ্য হয়ে রয়।
- Ø এক না জামিরের গাছ টোকা দিলে পরে রস।
- Ø এমন একটি ফুল যে হয় উল্টা-পাল্টা যা-ই করি একই নাম হয়।
- Ø একটু খানি গাছে রাঙ্গা বউটি নাচে।
- Ø জমিন থেকে বেরুল টিয়ে লাল টুপি মাথায় দিয়ে।
- Ø ঝাড়ের থেকে এলো খোজা পিছনে লাঠি, মাথায় বোঝা।
- Ø আল্লাহর কি কুদরত লাঠির মাঝে শরবত।
- Ø রাজার বাড়ির ছুড়ি এক বিয়ানেই বুড়ি।
- Ø আকাশে টিরিবিরি চৌড়ালে বাসা আহারে খাইলো ছা এ কেমন তামাশা।
- Ø আকাশের সমান দড়া বিনি কুমারের হাঁড়া বিনি কুমারের দই এমন গয়না কই।
- Ø পাতাটি ঢোলা, ফলটি কুঁজো হয় তাতে দেবতার পূজো।
- Ø খড়িতে জড়াজড়ি, ফলে অধিবাস ফুল নাই ফল নাই, ধরে বারো মাস।
- Ø হরি হরি দন্ড, ছিরি ছিরি পাত, মাণিক দন্ড, য়োলখানি হাত।
- Ø উঠান ঠন্ ঠন্ বৈঠক মাটি মা গর্ভবতী, পুতে ধরছে ছাতি।
- Ø এ পাড় মালসা, ও পাড় মালসা মধ্যখানে লাল তামসা।
- Ø এক গাছে তিন তরকারী দাঁড়িয়ে আছে লালরিহারী।
- Ø হেতা দিলাম থান হয়ে গেল লতা ফুল নাই, ফল নাই সবই তার পাতা।
- Ø গা করে তার খসর মসর পাত করে তার ফেনী ফুল করে তার লাল তামাসা ফল করে কুস্তনি।
- Ø ছিটকিরি ছিটকিরি পাতা বত্রিশ ডালে বাঁকা দেখতে সুন্দর খাইতে মিষ্টি মাণিক মুক্তো করছে বৃষ্টি।
- Ø কাঁচাতে যেই ফল সর্বজনে খায়, পাঁকলে সেই ফল গড়াগড়ি যায়।
- Ø তলে মাটি উপরে মাটি তার মধ্যে সুন্দর বেটি।
- Ø কুল কুল কুলেরি ভাদ্র মাসে ধুলোরি কাঁচায় পাকায় সবাই খায় নেংটো হয়ে হাটে যায়।
- Ø রাজার বেটা রাম দাস খায় খোলা তার ফেলায় শাঁস।
- Ø ইকরের তলে তলে ভিকমতির ছানি, কোন দেশে দেখিয়াছ গাছের আগায় পানি।
- Ø হাতির দাঁত, কদম্বের পাত হয় শুধু ফুল খাও বসে মূল
- Ø এক থালা সুপারী গণিতে পারে কোন ব্যাপারী।
- Ø সফেদ শয্যা পড়ে আছে কেউ তাতে না শোয়, ভিতর থেকে খোলাম কুচি আঙিনাতে থোয়
- Ø সকালে চার পায়ে হাঁটে দুপুরে দুই পায়ে, সন্ধায় তিন পায়ে হাঁটে বলো তো কে যায়?
- Ø ইটে গুরুগুরু, বৈঠা নাগর বিনা বৈঠায় বায় সে সাগর।
- Ø জ্বলছে তবু পুড়ছে না কোন সে প্রানী বলো তা।
- Ø টুক্কা দিলে টাকাটা লাল শাকের ঐ ডাঁটাটা।
- Ø হাড়গোড় নেই কেবল মাসে। কালা কুচু জলে ভাসে।
- Ø ছোট কালে লেজ হয় বড় কালে খসে বাঘের মত লাফ দেয় কুকেুরের মত বসে।
- Ø নেই পা, চলছে চাকা তবু তারা দুই ভাই চলছে কেবল শব্দ নাহি কভু।
- Ø একটুখানি জলে মাছ কিলবিল করে কারো বাবার সাধ্য নাই হাত দিয়ে তায় ধরে।
- Ø মেটো গোয়াল, কাঠের গাই বাঁছুর ছাড়াই দুধ পাই।
- Ø দেয়াল আছে, ছাদও আছে এমন এক ঘর ভিতর তার প্রবেশ করার একটাও নেই দ্বার।
- Ø লেজ, মাথা, পাখা আছে পাখি তবুও নয়, ডানা তার মেলে দিয়ে উড়ে চলে যায়।
- Ø সারা মাথায় পক্ক কেশ মাথার ঘিলু খেতে বেশ।
- Ø লাল টুকটুক ছোটমামা গায়ে পরে অনেক জামা।
- Ø যমজ ভাই যায় আসে একবার গিয়ে না ফিরলে ধরেতে না প্রাণ থাকে।
- Ø ছোট্ট একটা ঘরে, পঞ্চাশ টুপি পরা সৈনিক বাস করে।
- Ø এরা বাপ বেটা ওরা বাপ বেটা আমতলা দিয়ে যায়, তিন খানা পাকা আম পেড়ে নিয়ে সমান ভাগেতে খায়।
- Ø কাঁচায় তুলতুলে পাকায় সিঁদূর যে না বলতে পারে সে ধেড়ে ইঁদুর।
- Ø চার রূপসী চার রং মিলন হলে এক রং।
- Ø জন্ম দিয়ে মা কাহার ফেলিয়া পালালো, পাড়া প্রতিবেশী বুঝি তাহারে পালিলো।
- Ø অষ্ট চরণ য়োল হাঁটু মাছ ধরতে যায় লাটু শুকনো ডাঙায় পেতে জাল শিকার ধরে চিরকাল।
- Ø পিতার আদেশ পেয়ে কোন যোগীবরে জননীর মাথা কাটে ভুমিতলে পাড়ে কী তাহার নাম বল শাস্ত্রে আছে লেখা বলতে কি পারো তার নাম আছে শেখা।
- Ø মন দিয়ে শোনা সবে কালিদাসের ছন্দ হাজার দুয়ারী ঘরে স্বামী স্ত্রীতে বন্ধ।
- Ø চারি দিকে কাঁটা বেত মাথায় মুকুট খান সাহেব।
- Ø সুখাদ্য মোটেও না তবু লোকে খায় হুমড়ি খেয়ে অসর্তকে পড়ি এ ধরায় বৃদ্ধরা খায় যদি, করে হায় হায় যুবকে খেলে পরে লাজে মরে যায়।
- Ø ওপার থেকে এলো বুড়ি সাদা কাপড় পরে মহানন্দে বসল খেতে ঘাড় নেড়ে নেড়ে।
- Ø কোন দেশ ঝোলে গাছে কোন দেশ বাজে কোন দেশ বলো দেখি তেল ঘিতে ভাজে।
- Ø চৌদ্দ পুরুষ ডাকছে ‘মামা’ আমিও তাই ডাকি সকলেরই মামা তিনি নাম তার কি জানি?
- Ø কোন ফলের বীজ নাই বল দেখি দাদা বলতে যদি না পারো তো বুঝবো তুমি হাঁদা।
- Ø এ হে হে হে হে তোমার গা ছুঁয়ে গেল কে? বুজতে পারলে বলুন কে সে?
- Ø পানির জন্তু নয় তবুও পানিতেই বাস করে হাত নেই পা নেই তবু সাঁতার কাটে।
- Ø তিন অক্ষরে নাম যার সবার ঘরে রয় প্রথম অক্ষর বাদ দিলে সর্ব লোকে খায়। পেট তার কেটে দিলে মধুর গান গায় শেষ অক্ষর বাদ দিলে খুব কামরায়
- Ø বলুনতো এমন কোন সে বস্তু পৃথিবীতে নেই তোমার আমার মুখের কথায় তবু আছে সে-ই।
- Ø দু’অক্ষরে নাম তার বহু লোকে খায় শেষের অক্ষর বাদ দিলে হেঁটে চলে যায়।
- Ø তিন অক্ষরে নাম ব্যঞ্জনে দেয় তাহার প্রভাবে আহা, স্বাদ ভালো হয়। মাথা কেটে গেলে সে যে গণ্য হবে কাঠি পেট কেটে ময়লা সে, নয় পরিপাটি।
- Ø দু’অক্ষরে নাম লজ্জা নিবারণী প্রথম অক্ষর বাদ দিলে হয় আমার জননী শেষের অক্ষর বাদ দিলে ভাশুর ঘরণী।
- Ø আগে যায় ফিরে চায় ওটি তোমার কে ওর শ্বশুরকে আমার শ্বশুর বাবা বলেছে।
- Ø কৃষ্ণবর্ণ তণুখান গুটি ছয় পা চুপচাপ রক্ত খায় নাহি কাটে রা।
- Ø প্রাণ নেই বন্ধু নয়, চলে সাথে সাথে আলো পেলে তবে চলে দিনে কিংবা রাতে।
- Ø তিন অক্ষরে নাম তার প্রতি ঘরে পাবে অধ্যক্ষর বাদ দিলে বৎসর বুঝাবে মধ্য অক্ষর গেলে সবার ক্ষতি করে শেষের অক্ষর গেলে সবাই অবস্থান করে।
- Ø দুই অক্ষরের নাম যার সব যায়গায় রায় প্রথম অক্ষর বাদ দিলে খাবার জিনিস হয়, শেষের অক্ষর বাদ দিলে আপনজন হয়।
- Ø কালো হরিণ থাকে কালো পাহাড়ে দশ জনে ধরে আনে দুইজনে মারে।
- হাত আছে পা নাই মাথা তার কাটা আস্ত মানুষ গিলে খায় বুক তার কাটা।
- Ø সাগরে জন্ম, আমরা থাকি সবার ঘরে পানির পরশ পেলে যাই তবে মরে।
- (৩৬১) দুই অক্ষরে নাম আমার, পৃথিবীতে থাকি শেষের অক্ষর বাদ দিলে সেই নামে ডাকি।
- Ø করি শতেক বিয়ে কাবিন নাহি হয় ছেলে মেয়ের মালিক আমি কোন কালে নয়।
- Ø বলেনতো দেখি- শিরোপতি অগ্নিকুন্ড পেট ভরা পানি। নাভি তার চুষে লোকে একি আজব কাহিনী!!!
- Ø বলেনতো দেখি- কোন গ্রামে কোন দিন মানুষ ছিলনা, নাই, আর থাকবে না?
- Ø কোন বিলে জল নেই?
- Ø কোন দেশে মাটি নেই?
- Ø কোন টিয়া ডাকে না?
- Ø কোন চিল উরে না?
- Ø কোন মাছি উড়ে না?
- Ø কোন বাসে মৌমাছি আসে?
- Ø কোন পথে যেতে নেই?
- Ø কোন রাণী পুরুষও হয়?
- Ø কোন উল বোনে না?
- Ø কোন গান গাওয়া যায় না?
- Ø কোন টেবিলে পা নেই?
- Ø কোন তাসা বাজে না?
- Ø কোন জিনিস টানলে কমে?
- Ø কোন জিনিস দিলে বাড়ে?
- Ø কোন জিনিস কাটলে বাড়ে?
- Ø কোন গ্রামে মানুষ নেই?
- Ø কোন রাজধানী পাট ছাড়া?
- Ø কোন হাঁস ডিম পারে না?
- Ø কোন চোর চুরি করে না?
- Ø কোন চুড়ি খেতে ভাল?
- Ø কোন জামা খায়ে দেয় না?
- Ø কোন ডিম দেখা যায় না?
- Ø কোন লেট ভাল লাগে?
- Ø কোন গুণ পুড়িয়ে খায়?
- Ø কোন ধান পড়তে লাগে?
- Ø কোন বরের গায়ে গন্ধ?
- Ø কোন ব্যাংকে টাকা রাখে না?
- Ø কোন আম খায় না?
- Ø কোন মা থাকে নাকের পরে?
- Ø কোন ছানা খায় না?
- Ø কোন শহর কে খুলতে মানা?
- Ø কোন বর কে সবাই কে চায়?
- Ø কোন ভাত সকালে দেখে?
- Ø কোন পান খায় না?
- Ø কোন গজ লিখতে লাগে?
- Ø কোন কোলে বসে না?
- Ø কোন চা খায় না?
- Ø কোন চা বসতে লাগে?
- Ø গানের কোনটা গাছে ধরে?
- Ø কোন মূলের লাল ফুল?
- Ø কোন বেশ সস্তা না?
- Ø কোন পাখি পড়লে ভয়?
- Ø কোন পাখি ডিম পাড়ে না?
- Ø কোন গাছের মাথায় জাটা?
- Ø কোন পাখি উড়ে না?
- Ø কোন মাছ, মাছ নয়?
- Ø কোন বাচ্চার মা নেই?
- Ø কোন সুখে সুখ নেই?
- Ø কোন খানা দেখতে হয়?
- Ø কোন সাগরে জল নেই?
- Ø কোন জল চোখে দেয়?
- Ø ) কোন গ্রামে রক্ত ঝরে?
- Ø কোন সুধা তরল নয়?
- Ø কোন কাসে মেঘ বাসে?
- Ø কোন কারে গান বাজে?
- Ø কোন দুলি দোলে না?
- Ø কোন রেটে আগুন লাগে?
- Ø কোন বাজী কেউ কেউ খায়?
- Ø কোন টকে চড়ে মজা?
No comments:
Post a Comment