Black Hole
Black holes look like ordinary holes. Many of you must have seen the movie Interstellar. I know you must have seen it because like me you are a science lover and are very interested in learning about space. If you haven't seen the movie Interstellar, which I also really like, check it out. And in this movie blackhole is shown as a hole. Apart from this, you can see black holes in the form of holes in any science fiction movie. You will be surprised to know that this is not true at all.
What does a black hole look like?
In 1916, Albert Einstein first reported on black holes at a gathering. But then he had no proper evidence to prove it. But later in 1971 an American Urological Physicist Dr. Dont Wheeler proved this black hole to the whole world.
Blackholes are not the same as holes, according to a NASA report. In fact, it is an object whose gravity is so high that not even a drop of light can return from it. Practically speaking, black holes cannot be seen.
Where is the black hole?
If a black hole is to be found, the Super Advanced Telescope will need to find a star that is behaving a little differently than other stars. The star is then observed and seen to see if any gravitational force is acting differently on the star. If it falls, then it can be understood that there are black holes around the region of the star.
ব্ল্যাক হোল
ব্ল্যাক হোল দেখতে সাধারণ ছিদ্রের মতন হয়েথাকে। আপনাদের মধ্যে হয়তো অনেকেই ইন্টারস্টেলার সিনেমাটি নিশ্চয়ই দেখেছেন। আমি জানি আপনারা নিশ্চয়ই দেখেছেন কারণ আমার মতন আপনিও বিজ্ঞানপ্রেমী এবং মহাকাশ সম্বন্ধে জানতে ভীষণভাবে আগ্রহী। ইন্টারস্টেলার সিনেমাটিকে আমারও ভীষণ পছন্দের যদি এখনো না দেখে থাকেন তবে দেখে নেবেন। আর এই সিনেমাটিতে ব্লাকহোলকে একটি ছিদ্রর মতন করে দেখানো হয়েছে। এটা ছাড়াও আপনি যেকোন সাইন্স ফিকশন মুভিতেও আপনি ব্ল্যাকহোলকে ছিদ্রর আকারেই দেখতে পাবেন। আপনারা এটা জানলে অবাক হবেন যে এটা কিন্তু একদমই সত্য নয়।
ব্ল্যাক হোল দেখতে কেমন ?
1916 সালে অ্যালবার্ট আইনস্টাইন সর্বপ্রথম একটি সমাবেশে ব্ল্যাকহোল সম্বন্ধে জানিয়ে ছিলেন। কিন্তু তখন সেটাকে প্রমাণ করবার জন্যে তার কাছে তেমন কোন উপযুক্ত প্রমান ছিল না। কিন্তু পরবর্তীকালে 1971 সালে একজন আমেরিকান ইউরোলজিক্যাল ফিজিসিস্ট ডক্টর ডোন্ট হুইলার এই ব্লাক হোলকে প্রমাণ করে পুরো পৃথিবী কে দেখায়।
নাসার রিপোর্ট অনুযায়ী ব্লাকহোল ছিদ্রর মতন নয়। আসলে সেটা এমন একটি অবজেক্ট যেটা গ্র্যাভিটি এতটাই বেশি যে সেখান থেকে এক ফোঁটা আলো পর্যন্ত ফেরত আসতে পারে না। যদি প্র্যাকটিক্যালি বলতে হয় তাহলে বলতে হয় ব্ল্যাকহোলকে দেখাই যায় না।
ব্ল্যাক হোল কোথায় রয়েছে ?
কোনো ব্ল্যাক হোল কোথায় রয়েছে যদি সেটা দেখতে হয় তাহলে সুপার অ্যাডভান্স টেলিস্কোপ এর সাহায্যে এমন একটি তারা খুঁজে বের করতে হবে যেটা অন্যান্য তারার তুলনায় একটু আলাদা আচরণ করছে। তারপর সেই তারাটিকে পর্যবেক্ষণ করা হয় এবং দেখা হয় সেই তারাটির উপর কোন মহাকর্ষীয় বলের আলাদাই প্রভাব পড়ছে কিনা। যদি পড়ে তবেই বোঝা যায় ওই তারাটির অঞ্চলের আশেপাশেই ব্ল্যাকহোল রয়েছে।
source: https://www.bbctab.com/2021/11/mystery-of-black-hole-in-universe.html