Weird information

The Frog Mystery of Loveland

There is no end to strange events in a strange world. There are also many fascinating stories of strange animal sightings. Although the credibility of such events is questionable, no one questions the novelty or excellence of the subject. On March 3, 1972, such an amazing creature was seen in Loveland, Ohio. What started the uproar. And that Loveland frog is still a legendary mystery. 3 March 1972. The story of that day was that an Ohio police officer was driving along a riverside road. It was 1 o'clock in the night. Suddenly he saw a giant frog-like creature on the snow-covered road. He stopped the car and tried to spot the animal by the car's headlights. Then the animal suddenly stopped and jumped over the road fence and into the water of the Miami. According to the police officer, the creature was 3-4 feet tall, weighed approximately 50-55 pounds, had tough skin and was a reptile with a frog or lizard-like face. Immediately after the incident, the police officer quickly returned to the station. He went there again that night with a police officer but saw nothing. Just two weeks later, another police officer was driving down the same road in Loveland when he suddenly saw an animal sitting on the road. He stopped the car. He thought the beast would attack his car. But the animal suddenly became frightened and stood up and crept to the side of the road. The officer then fired at it but missed. This police description matches the previous police description exactly. The officer said the animal had a tail. However, the incident of this strange animal sighting by two police officers was not officially recorded at the time. But the incident of this strange frog sighting was widely reported in the media. Many people say that the incident is actually created by the media. A lot has been said about this frog sighting in Loveland. Many have come up with many more facts to prove this to be true. For example, a farmer in Ohio saw such a strange sight. However, the Loveland frog was never seen again. But this story is spreading in everyone's life. Maybe there will be like aliens for ages.


 

Taimur Reza

 

Exotic rose tree

Roses are loved by everyone. Roses are famous around the world for their variety of colors and fragrances. Rose plants are generally not very large in size. But there is such a rose tree in the world, which has an area of 5 thousand 380 square feet. It seems unbelievable but it is true. Yes, one such rose named 'Loddy Bank' has been found in Tombstone, Arizona, USA. Like a giant, this tree grew from the branch of a rose tree. That branch was brought there from Scotland in 1884. Many people may not be able to imagine the extent of the trunk of this strange rose tree. Its trunk is 20 inches in circumference and 9 feet in height. The branches of the tree are spread out in such a way that its branches are held like a loft by 68 poles. It can be said that it is a rose bush. And not ten-twenty people can sit and gossip under this rose garden. This rose tree is really strange.

Md. Asaduzzaman

Do fish have fever?

Fish are cold-blooded animals. Cool sounding does not mean that fish blood is always cold. The meaning of that word is that their body temperature adapts to the temperature of the environment. If the temperature of the environment increases, their body temperature will also increase. As the water is usually cold, the body temperature of the fish is also low.

 Like air, water also contains various types of microorganisms, such as viruses, bacteria, fungi, etc. Sometimes these microorganisms enter the body of the fish and take shelter. When foreign microbes enter the body, the body temperature of fish like us also increases. Then the body temperature becomes higher than the ambient water temperature. Just as the temperature in the air is not the same everywhere, so the temperature is not the same everywhere in the water. Deeper water has lower temperatures and higher temperatures at the top. When the body temperature of the fish increases due to bacterial attack, the fish rises to the surface of the water. When the fish moves to warm water, the temperature of the body and the environment equalize. As a result, the fish gets a lot of comfort.

 The existence of aliens at the beginning of civilization!

Various types of documentaries are often seen on TV. There are thousands of reporting materials available online. There, links to these aliens have been shown in various symbols, paintings, writings, etc. of early civilizations on Earth. Seen, various flying saucers. Even creatures with narrow and flat long faces have been seen. If there were no aliens, how did these civilized people think about aliens? Why did they leave these images? Does this mean aliens have been observing Earth for a long time? Let's find out about some such unsolved mysteries.

This image is from the pharaonic period of ancient Egypt. It was found as an Egyptian pyramid wall painting. If you look closely at the picture, you can see two big black eyes, which are not like the Egyptians, and many such objects are also seen in various temples of ancient Egypt. Here it is seen that a king or a slave is making a sacrifice for the good of the object. Do they reveal the Egyptians' relationship with alien beings?

The second image is another famous mystery image related to this. Here, a strange man is riding a horse with an Egyptian emperor. And that strange man's head is quite big and his eyes are bigger than the people next to him. Suspicion becomes apparent when looking at the strange man compared to the people around him. Is this strange creature alien? What was their relationship with people? This mystery is still unknown.

Originalsource:http://www.bangladesh-pratidin.com/?view=details&archiev=yes&arch_date=07-11-2010&type=pratidin&pub_no=194&cat_id=3&menu_id=16&news_type_id=1&index=4

Attractive Capitol Hill

Capitol Hill is the name of the US Congress building located in Washington, the capital of the United States. This historic building is located on the east side of Washington DC. When Capitol Hill was built in 1791, it was originally named Columbia Center. From 1791 to 1820, Capital Hill was used as a residential hotel. In 1830, the President of the United States renamed the building Capitol Hill. Many stories have been told over the ages surrounding Capitol Hill. From the period after 1791 when the building was used as a residential hotel, the building did not look so good. The 120-room building was used by the rich and middle class at that time. Every day rich businessmen used to spend the night with beautiful women. It is said that one night in 1828, wealthy businessman Charles Priesten and his girlfriend Pilar were spending the night on Capitol Hill when they saw the terrifying image of the goddess in the mirror in their room. After seeing the picture, businessman Pristen fainted and Pilar died, and for various other reasons, the building was replaced with new furniture in 1830. Apart from the residential hotel, the Congress building is done. Capitol Hill is one of the most spectacular buildings in the United States.

Capitol Hill has a bust of George Washington and a monument to Abraham Lincoln. Another congressional building was built next to Capitol Hill. Originally, this building was constructed due to lack of space. The North and South sides of Capital Hill are built on the Capital Hill Hysterical Dimtrick. The building's significance to Americans is immeasurable as the National Memorial and many other landmarks are centered on Capitol Hill.

Md. Riazul Islam

Why do we write with the right hand?

Our brain can be divided into two parts. Both these parts are morphologically similar. But it can be seen that one side is more useful than the other side. Between the left and right sides of the brain, the left side is more active. Of the two parts of the brain, one part is responsible for one part of the body. The right side of the body is responsible for the left side of the brain and the right side is responsible for the left side of the body.

As the left side of our brain works more than the right side, our right hand works better. Not the left hand. So we write with the right hand. But some people write with their left hand because the right side of their brain works more.

Mysterious Bigfoot

This world is big and strange. There are still animals whose existence is still debated. One such animal is called Bigfoot (Bigfoot), many people call them Sasquatch animals. The height of this hairy creature is 8 to 10 feet. There is evidence that Bigfoot existed in the United Kingdom, Canada, and the Rocky Mountains about 300 years ago. New settlers in South America and England considered Bigfoot to be an extinct species of mankind, but there is considerable debate over this. Scientific studies have shown that there are different species of this animal with a huge body. There is evidence that species existed in or around the Rocky Mountains thousands of years ago. A scientist named Henry Newman found separate fossils of Bigfoot and Muscovy in the Himalayas in 1921. He opined that there is little difference between Bigfoot and Susquois through fossils. Although Bigfoot is debated, most scientists agree that Bigfoot and the Yeti are the same species. An inherent relationship exists between these. Susquois is an American animal. Although different doctrines have been published about it at different times, various thinkers have expressed their theories that it exists in China, Russia, Malaysia, Hawaii and Australia. But interestingly, occult zoologists and biologists have completely rejected the existence of Bigfoot. While zoologists deny the existence of Bigfoot, other scientists are unable to deny its existence. According to them, Bigfoot was and is, 7 to 10 feet tall. or 2 to 3 meters. Although they look like gorillas and chimpanzees, their bodies have human-like hair. They are tailless like humans. But it can also look like a monkey or an owl. Bigfoot's hair is shaggy, rough, its body is thick, it's dirty, it's a weird kind of creature. Bigfoots come in a variety of colors. For example: red, silver, sandy gray, big eyes and bold eyebrows. Susquas are primarily used by Native Americans. And the Indians called Sasquatch Bigfoot. Recently, a group of America's own young and energetic researchers researched Bigfoot and revealed that Bigfoot existed on Earth between 1500 BC and 200 BC. They commented that it can still exist. Although hundreds of researchers and scientists have been researching Bigfoot day and night, they have not been able to present any universally accepted theory about the existence of this animal. There is still enough mystery and curiosity among thousands of people around the world about Bigfoot. Although various books and novels have been published about Bigfoot, no author has been able to put an end to this mysterious speculation. In the near future, scientists will be able to provide accurate evidence of the existence of this strange animal or whether the existence of Bigfoot will remain in a lifetime, that is to be seen!

  Riazul Islam

Talking sea fish

There is a type of marine animal called parapoyas. They can mimic human behavior in many ways. Although they look like fish, they are not actually fish. They are mammals. They give birth and nurse the young. Whales, dolphins and porpoises belong to the order of mammals. Parpayas has another specialty. They have no gills for breathing. They breathe through lungs. They have a hole in their head, this is their nose. While inhaling, they raise their head above the water and perform pore breathing. In length - they are up to 1.75 meters. They have 80 to 100 teeth in their mouth. They are either black or tan. They are found in the Atlantic and Pacific oceans. Among all the animals, the parrot is the most intelligent or clever. They are very good at imitating people. They are also able to imitate human voice.

Black Sea killer shrimp

These shrimps are called killer shrimps. They eat local shrimps, small fish or fish larvae and insect larvae. They are found in Wales, USA. Their scientific name is Decoragamarus villosus.

These predatory killer shrimps have various names. It is said that these swarms of shrimps change the fauna of the area where they attack. Environmental scientists believe that those who are their victims may become extinct. Because in many European countries they have seen this evil. Killer prawns were found in Cambridgeshire, UK in September. The native habitat of these killer shrimps named D. villosus is the grasslands around the Black Sea. In the last ten years they have spread over most of Western Europe. This invasive shrimp is at least 3 cm long. However, they can grow up to 30 cm, making them larger than native freshwater prawns.

There is a serious fact behind the name killer shrimp. Because even if they go out of food, they run to hunt for the sake of killing. Some insects such as the damsonfly and waterboatman have already become endangered species in British waters because of the killer shrimp. From the region between the Caspian Sea and the Black Sea, they invaded Western Europe via the Danube River. British scientists are worried about the negative impact these killer shrimp will have on Britain's waters.

Paul Nilster, chief executive of the Environment Agency, said, "We are absolutely shocked to hear that these prawns have been found in British waters. Because they have chosen the local shrimp as the main target of attack. But they are not a direct threat to humans. The killer shrimp has three spikes on its back that prevent small fish from eating it. Because when the fish is about to swallow, the spike gets stuck in the fish's throat. Swarms of killer shrimp have already caused major ecological damage wherever they have invaded. For example, they have caused biodiversity loss and extinction of some native species. Although they are widespread in Western Europe, no such reports have been received from North America. Their body is pressed or flattened from both sides. Quite curvy and semi-transparent. Body length can be up to 30 cm or 10 inches. That is, relatively larger than freshwater shrimp. The body consists of head, chest and abdomen. The main features of the head are a pair of eyes, two pairs of antennae and mouthparts. The jaws are large and quite strong for which it has acquired the useful characteristics of being a predator from the physical structure itself. Chest has 7 parts. A pair of legs on each segment. The first two pairs of legs help in grasping food. They kill their prey by biting or tearing it. They colonize large areas and can survive despite variations in temperature, salinity and oxygen levels.

   Khursida Rahman Chaiti


লাভল্যান্ডের ব্যাঙ রহস্য


বিচিত্র পৃথিবীতে বিচিত্র ঘটনার কোনো শেষ নেই। রয়েছে বিচিত্র সব প্রাণী দেখার অনেক চমকপ্রদ গল্পও। এরকম ঘটনার বিশ্বাসযোগ্যতা প্রশ্নসাপেক্ষ হলেও বিষয়ের অভিনবত্ব কিংবা চমৎকারিত্ব নিয়ে কারো কোনো প্রশ্ন নেই। ১৯৭২ সালের ৩ মার্চ এ রকম একটি চমকপ্রদ প্রাণীর দেখা মিলেছিল ওহিও শহরের লাভল্যান্ডে। যা নিয়ে শুরু হয়েছিল হইচই। আর সেই লাভল্যান্ডের ব্যাঙ আজো কিংবদন্তি রহস্য হয়ে আছে। ৩ মার্চ ১৯৭২। সে দিনের ঘটনাটি ছিল এ রকম ওহিওর একজন পুলিশ অফিসার নদীর ধারের রাস্তা দিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছিলেন। রাত তখন ১টা। হঠাৎ তিনি বরফ আচ্ছাদিত রাস্তার ওপর বিশাল আকৃতির ব্যাঙের মতো একটি প্রাণী দেখতে পেলেন। তিনি গাড়ি থামালেন এবং গাড়ির হেড লাইটের আলোয় প্রাণীটিকে দেখার চেষ্টা করলেন। তখন প্রাণীটি হঠাৎ দাঁড়িয়ে গেল এবং লাফ দিয়ে রাস্তার বেড়া পার হয়ে মিয়ামির জলে মিশে গেল। পুলিশ অফিসারের ভাষায় প্রাণীটি লম্বায় ছিল ৩-৪ ফুট, ওজন আনুমানিক ৫০-৫৫ পাউন্ড, ত্বক দৃঢ় এবং এটা ছিল একটা ব্যাঙ অথবা টিকটিকির মতো মুখের একটা সরীসৃপ। ঘটনার পরপরই পুলিশ অফিসার দ্রুত স্টেশনে ফিরেছিলেন। সেই রাতে আবারো তিনি একজন পুলিশ অফিসারকে সঙ্গে নিয়ে সেখানে গিয়েছিলেন কিন্তু আর কিছুই দেখতে পাননি। এর ঠিক দুই সপ্তাহ পর অন্য এক পুলিশ অফিসার লাভল্যান্ডের ওই পথ দিয়ে যাচ্ছিলেন, হঠাৎ তিনি দেখতে পান রাস্তার ওপরে একটা জন্তু বসে আছে। তিনি গাড়ি থামালেন। তিনি মনে করেছিলেন জন্তুটি তার গাড়িকে আক্রমণ করবে। কিন্তু প্রাণীটি হঠাৎ ভীত হয়ে দাঁড়িয়ে গেল এবং গুটি গুটি পায়ে রাস্তার ধারে চলে গেল। তখন অফিসার এটিকে গুলি করল কিন্তু ফসকে গেল। এ পুলিশের বর্ণনার সঙ্গে আগের পুলিশের বর্ণনা হুবহু মিলে যায়। ওই অফিসার প্রাণীটির লেজ আছে বলে জানিয়েছিলেন। তবে দুই পুলিশ অফিসারের এই অদ্ভুত জন্তু দর্শনের ঘটনা অফিসিয়ালি তখন রেকর্ড করা হয়নি। কিন্তু এ অদ্ভুত ব্যাঙ দর্শনের ঘটনাটি মিডিয়ায় ফলাও করে ছাপা হয়েছিল। অনেকে আবার বলে থাকেন, ঘটনাটি আসলে মিডিয়ার সৃষ্টি। লাভল্যান্ডের এ ব্যাঙ দর্শনের ব্যাপারে অনেকেই অনেক কথা বলেছেন। অনেকে এটিকে সত্য প্রমাণিত করার জন্য আরো অনেক ঘটনা বের করেছেন। যেমন ওহিওর একজন কৃষকও নাকি এমন অদ্ভুত দর্শন প্রাণী দেখেছিলেন। যা হোক, লাভল্যান্ডের সেই ব্যাঙ পরবর্তিতে আর দেখা যায়নি। কিন্তু এই গল্প ছড়িযে আছে সবার প্রাণে। হয়তো যুগে যুগে থাকবেও এলিয়েনদের মতো।

তৈমুর রেজা


বিচিত্র গোলাপ গাছ


গোলাপ ফুল সবার কাছেই খুব প্রিয়। রকমারি রং আর গন্ধের জন্য গোলাপের খ্যাতি বিশ্বজুড়ে। আকার-আকৃতিতে গোলাপ গাছ সাধারণত খুব বেশি বড় হয় না। কিন্তু পৃথিবীতে এমন এক গোলাপ গাছ রয়েছে, যার বিস্তৃতি ৫ হাজার ৩৮০ বর্গফুট জায়গাজুড়ে। ব্যাপারটি অবিশ্বাস্য মনে হলেও সত্যি। হ্যাঁ, 'লডি ব্যাঙ্ক' নামের এমনি একটি গোলাপ গাছের সন্ধান পাওয়া গেছে মার্কিন যুক্তরাষ্ট্রের এরিজোনা প্রদেশের টম্বস্টোন নামক জায়গায়। বিরাট দৈত্যের মতো এই গাছটি জন্মেছে একটি গোলাপ গাছের ডাল থেকে। ওই ডালটা ১৮৮৪ সালে স্কটল্যান্ড থেকে আনা হয়েছিল সেখানে। বিচিত্র এই গোলাপ গাছের গুঁড়ির পরিধি কত হয়তো অনেকে কল্পনা করতে পারবে না। এর গুঁড়ির পরিধি ২০ ইঞ্চি আর উচ্চতা ৯ ফুট। গাছের শাখা-প্রশাখা চারদিকে এমনভাবে বিস্তৃত যে, এর ডালপালাগুলো ৬৮টি খুঁটির সাহায্যে মাচার মতো করে রাখা হয়েছে। বলতে পারা যায় যে, সেটা একটা গোলাপের কুঞ্জবন। আর এই গোলাপকুঞ্জের নিচে দশ-কুড়ি জন নয়, একেবারে দেড়শ' জন বসে চুটিয়ে গল্প-গুজব করতে পারেন। সত্যি কি বিচিত্র এই গোলাপ গাছ।

মো. আসাদুজ্জামান

 মাছের কি জ্বর হয়?
মাছ শীতল-শোণিত প্রাণী। শীতল শোণিত কথার অর্থ এই নয় যে, মাছের রক্ত সব সময়ই ঠাণ্ডা থাকে। ওই কথার অর্থ হলো, এদের শরীরের তাপমাত্রা পরিবেশের তাপমাত্রার সঙ্গে মানিয়ে চলে। পরিবেশের তাপমাত্রা বাড়লে এদের শরীরেরও তাপমাত্রা বাড়বে। পানি সাধারণত ঠাণ্ডা হয় বলে মাছের শরীরের তাপমাত্রাও কম থাকে।

বাতাসের মতো পানিতেও নানা ধরনের অনুজীব রয়েছে, যেমন-ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক ইত্যাদি। মাঝে মাঝে এই অনুজীবগুলো মাছের শরীরে ঢুকে পড়ে আশ্রয় নেয়। শরীরে বাইরের জীবাণু ঢুকলে আমাদের মতো মাছেরও শরীরের তাপমাত্রা বেড়ে যায়। তখন শরীরের তাপমাত্রা পরিবেশের পানির তাপমাত্রার চেয়ে বেশি হয়ে পড়ে। বাতাসে যেমন সব জায়গায় তাপমাত্রা সমান হয় না, তেমনি পানিতেও সব জায়গায় সমান তাপমাত্রা থাকে না। গভীর পানিতে তাপমাত্রা কম এবং উপরের দিকে তাপমাত্রা বেশি থাকে। জীবাণুর আক্রমণে মাছের শরীরের তাপমাত্রা বেড়ে গেলে মাছ পানির উপর দিকে উঠে আসে। মাছ উষ্ণ তাপের পানিতে চলে এলেই শরীর এবং পরিবেশের তাপমাত্রা সমান হয়ে পড়ে। ফলে মাছ অনেকটা আরাম পায়।

সভ্যতার আদিতে এলিয়েনের অস্তিত্ব!
 টিভিতে প্রায়ই নানা ধরনের ডকুমেন্টারি দেখা যায়। অনলাইনে পাওয়া যায় হাজার হাজার প্রতিবেদনমূলক উপাদান। সেখানে দেখানো হয়েছে, পৃথিবীর আদি সভ্যতার বিভিন্ন চিহ্ন, চিত্রকর্ম, লেখা ইত্যাদিতে এই এলিয়েন সম্পর্কিত যোগসূত্র। দেখা গেছে, বিভিন্ন ফ্লাইং সসার। এমন কি সরু এবং চ্যাপ্টা লম্বা মুখাকৃতির প্রাণীও দেখা গেছে। এলিয়েন যদি না-ই থাকত, তবে এসব সভ্য মানুষ কিভাবে এলিয়েন সম্পর্কে ধারণা করল? কেন এসব চিত্র রেখে গেছে তারা? এর মানে কি এলিয়েনরা অনেক দিন আগ থেকেই পৃথিবী পর্যবেক্ষণ করে চলেছে? এরকমই কিছু অমীমাংসিত রহস্যের কথা জেনে নেওয়া যাক_

এ ছবিটি প্রাচীন মিসরের ফারাও আমলের। এটি পাওয়া গেছে মিসরীয় পিরামিডের দেয়ালচিত্র হিসেবে। ছবিটি ভালো করে তাকালে দেখা যায় দুটো বড় বড় কালো চোখ, যা মিসরীয়দের মতো নয় এবং এরকম অনেক বস্তু প্রাচীন মিসরের বিভিন্ন মন্দিরেও দেখা যায়। এখানে দেখা যাচ্ছে, কোনো রাজা বা কোনো দাস বস্তুটির মঙ্গলের জন্য কিছু উৎসর্গ করছে। এগুলো কি ভিনগ্রহের প্রাণীর সঙ্গে মিসরীয়দের সম্পর্কের কথা জানান দেয়?

দ্বিতীয় ছবিটি এ সংক্রান্ত আরেকটি বিখ্যাত রহস্যময় ছবি। এখানে দেখা যায়, একজন মিসরীয় সম্রাটের সঙ্গে একজন অদ্ভুত মানুষ ঘোড়া চালাচ্ছে। আর সেই অদ্ভুত মানুষের মাথাটা বেশ বড় এবং চোখ দুটো তার পাশের মানুষ থেকে অপেক্ষাকৃত বড়। পাশের মানুষের তুলনায় অদ্ভুত মানুষটির দিকে তাকালেই সন্দেহ প্রকট হয়ে ওঠে। এই অদ্ভুত দর্শন প্রাণীটিই কি এলিয়েন? কি সম্পর্ক ছিল মানুষের সঙ্গে এদের? এ রহস্য আজও অজানা-অধরা। 

মুল সুত্র: http://www.bangladesh-pratidin.com/?view=details&archiev=yes&arch_date=07-11-2010&type=pratidin&pub_no=194&cat_id=3&menu_id=16&news_type_id=1&index=4 


 আকর্ষণীয় ক্যাপিটাল হিল
মার্কিন যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে অবস্থিত মার্কিন কংগ্রেস ভবনের নাম ক্যাপিটাল হিল। ঐতিহাসিক এই ভবনটি ওয়াশিংটন ডিসির পূর্ব প্রান্তে অবস্থিত। ১৭৯১ সালে ক্যাপিটাল হিল নির্মাণের সময় এর প্রাথমিক নামকরণ করা হয় কলম্বিয়া সেন্টার। ১৭৯১ থেকে ১৮২০ সাল পর্যন্ত ক্যাপিটাল হিল আবাসিক হোটেল হিসেবে ব্যবহৃত হতো। ১৮৩০ সালে তৎকালীন আমেরিকার প্রেসিডেন্ট ভবনটির নাম পরিবর্তন করে রাখেন ক্যাপিটাল হিল। ক্যাপিটাল হিলকে ঘিরে যুগ যুগ ধরে নানা কাহিনী বর্ণিত হয়েছে। ১৭৯১ পরবর্তী সময় থেকে ভবনটি যখন আবাসিক হোটেল হিসেবে ব্যবহৃত হতো তখন ভবনটি দেখতে এত সুন্দর ছিল না। ১২০ কক্ষ বিশিষ্ট ভবনটি তৎকালীন সময়ে ধনী ও মধ্যবিত্ত শ্রেণীরা ব্যবহার করত। প্রতিদিন ধনাঢ্য ব্যবসায়ীরা সুন্দরী রমনী সঙ্গে নিয়ে রাতযাপন করত। কথিত আছে ১৮২৮ সালে কোনো এক রাতে ধনাঢ্য ব্যবসায়ী চার্লস প্রিস্টেন তার বান্ধবী পিলারকে নিয়ে ক্যাপিটাল হিলে রাতযাপন করার সময় নিজেদের কক্ষে আয়নায় ভয়ঙ্কর দেবীর ছবি দেখতে পান। ছবি দেখে ব্যবসায়ী প্রিস্টেন জ্ঞান হারান ও পিলার মারা যান আরও অন্যান্য নানাবিদ কারণে ১৮৩০ সালে ভবনটির মধ্যে পুরনোসব জিনিস সরিয়ে নতুন আসবাবপত্র প্রতিস্থাপন করা হয়। আবাসিক হোটেলকে বাদ দিয়ে করা হয় কংগ্রেস ভবন। যুক্তরাষ্ট্রের যতগুলো আকর্ষণীয় ভবন রয়েছে তার মধ্যে ক্যাপিটাল হিল সবচেয়ে দর্শনীয় ও দৃষ্টিনন্দন।

ক্যাপিটাল হিলে রয়েছে জর্জ ওয়াশিংটনের আবক্ষ মূর্তি ও আব্রাহাম লিংকনের স্মারক স্তম্ভ। ক্যাপিটাল হিলের পাশে নির্মাণ করা হয়েছে আরেকটি কংগ্রেস ভবন। মূলত স্থান সঙ্কুলান না হওয়ায় এ ভবনটি নির্মাণ করা হয়। ক্যাপিটাল হিলের উত্তর ও দক্ষিণ পাশে তৈরি করা হয়েছে ক্যাপিটাল হিল হিস্টারিক ডিমট্রিক। জাতীয় স্মৃতিসৌধ ও অন্যান্য আরও অনেক দর্শনীয় স্থান, ক্যাপিটাল হিলকে কেন্দ্র করেই গড়ে উঠেছে বিধায় আমেরিকাবাসীর কাছে ভবনটির তাৎপর্য সীমাহীন।

মো. রিয়াজুল ইসলাম







আমরা ডান হাতে লিখি কেন?
আমাদের মস্তিষ্ক দুটি অংশে ভাগ করা যায়। এই দুটি অংশই আকৃতিগতভাবে সমান। কিন্তু দেখা যায়, একটা দিক আরেকটা দিকের তুলনায় বেশি কাজের। মস্তিষ্কের বাঁ আর ডান দিকের মধ্যের বাঁ দিকটাই বেশি কর্মক্ষম। মস্তিষ্কের যে দুটো অংশ, তার এক একটা অংশ দায়িত্ব নেয় শরীরের এক একটা দিকের। মস্তিষ্কের বাঁ দিকের ওপরে শরীরের ডান দিকের দায়িত্ব আর ডান দিকটা ভার নিয়েছে শরীরের বাঁ দিকের।

আমাদের মস্তিষ্কের বাঁ দিকটা ডান দিকের তুলনায় বেশি কাজের বলে আমাদের ডান হাতই চলে ভালো। বাঁ হাত নয়। তাই আমরা লেখিই ডান হাতে। কিন্তু কেউ কেউ বাঁ হাতে লেখে তার কারণটা হলো তাদের বেলায় মস্তিষ্কের ডান দিকটাই বেশি কাজের।


রহস্যময় বিগফুট


বড় বিচিত্র এ বিশ্ব। এখানে এখনো এমন সব প্রাণী রয়েছে, যাদের অস্তিত্ব নিয়ে বিতর্কের অন্ত নেই। তেমনি একটি প্রাণীর নাম বিগফুট (Bigfoot), অনেকে এদের সাসকুয়াস প্রাণী বলে অভিহিত করে। লোমযুক্ত এই প্রাণীর উচ্চতা ৮ থেকে ১০ ফুট। আজ থেকে প্রায় ৩০০ বছর আগে বিগফুটের অস্তিত্ব যুক্তরাজ্য, কানাডা, রকি পর্বতমালায় ছিল বলে প্রমাণ পাওয়া যায়। দক্ষিণ আমেরিকা ও ইংল্যান্ডের নতুন অধিবাসীরা বিগফুটকে মানবজাতির বিলুপ্তপ্রায় প্রজাতি মনে করলেও এ নিয়ে যথেষ্ট বিতর্ক রয়েছে। বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে, বিশাল দেহের অধিকারী এই প্রাণীর বিভিন্ন প্রজাতি রয়েছে। যে প্রজাতিগুলো আজ থেকে হাজার বছর আগে রকি পর্বতমালা বা তার আশপাশের এলাকায় ছিল বলে প্রমাণ পাওয়া যায়। হেনরি নিউম্যান নামক একজন বিজ্ঞানী ১৯২১ সালে হিমালয় পর্বতে বিগফুট ও মাসকুয়াসের আলাদা জীবাশ্ম খুঁজে পান। তিনি জীবাশ্মের মাধ্যমে বিগফুটও সাসকুয়াসের মধ্যে কিছুটা পার্থক্য আছে বলে অভিমত ব্যক্ত করেন। বিগফুট নিয়ে বিতর্ক থাকলেও অধিকাংশ বিজ্ঞানী মনের করেন, বিগফুট ও ইয়াটি সমজাতীয় প্রাণী। এর মধ্যে একটি অন্তর্নিহিত সম্পর্ক বিরাজমান। সাসকুয়াস একটি আমেরিকান প্রাণী। এ নিয়ে বিভিন্ন সময়ে বিভিন্ন মতবাদ প্রকাশিত হলেও এর অস্তিত্ব চীন, রাশিয়া, মালয়েশিয়া, হাওয়াই ও অস্ট্রেলিয়ায় রয়েছে বলে বিভিন্ন মনীষী তাদের তত্ত্ব প্রকাশ করেন। তবে মজার ব্যাপার হলো, গুপ্ত প্রাণিবিজ্ঞানী ও জীববিজ্ঞানীরা বিগফুটের অস্তিত্ব সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করেছেন। গুপ্ত প্রাণি বিজ্ঞানীরা বিগফুটের অস্তিত্বকে অস্বীকার করলেও অন্য বিজ্ঞানীরা এর অস্তিত্বকে অস্বীকার করতে অপারগতা প্রকাশ করেছেন। তাদের মতে বিগফুট ছিল এবং আছে, এদের উচ্চতা ৭ থেকে ১০ ফুট। বা ২ থেকে ৩ মিটার। গরিলা ও শিম্পাঞ্জির মতো দেখতে মনে হলেও এদের শরীরে রয়েছে মানুষের শরীরের মতো লোম। এরা মানুষের মতোই লেজবিহীন। তবে দেখতে বানর বা উল্লুকের মতোও মনে হতে পারে। বিগফুটের চুল এলোমেলো, রুক্ষ, শরীর মোটা, অপরিপাটি, উষ্কখুষ্ক ধরনের আজব প্রাণী। বিগফুটদের গায়ের রং বিভিন্ন ধরনের। যেমন : লাল, রুপালি, ধূসর বালুময়, বৃহৎ নয়ন ও প্রগাঢ় ভ্রু। সাসকুয়াস মূলত আমেরিকান মনীষারা ব্যবহার করে। আর ইন্ডিয়ানরা সাসকুয়াসেকেই বিগফুট বলে সম্বোধন করে। সম্প্রতি আমেরিকার একদল নিজস্ব তরুণ ও উদ্যমী গবেষক বিগফুট নিয়ে গবেষণা করে এই তথ্য প্রকাশ করে যে, ১৫০০ খ্রিস্টপূর্ব অব্দে ও ২০০ খ্রিস্টপূর্ব এই সময়ের মাঝামাঝি বিগফুটের অস্তিত্ব পৃথিবীতে ছিল। বর্তমানেও থাকতে পারে বলে তারা মন্তব্য করেন। বিগফুট নিয়ে শত শত গবেষক ও বিজ্ঞানী রাতদিন গবেষণা করলেও এই প্রাণীর অস্তিত্ব নিয়ে সর্বজন গ্রহণযোগ্য কোনো তত্ত্বই তারা উপস্থাপন করতে পারেননি। বিগফুট নিয়ে এখনো পৃথিবীর হাজার হাজার মানুষের মধ্যে রয়েছে যথেষ্ট রহস্য ও কৌতূহল। বিগফুট নিয়ে বিভিন্ন বই, উপন্যাস প্রকাশিত হলেও কোনো লেখকই এই রহসম্যময় জল্পনা-কল্পনার অবসান ঘটাতে পারেননি। অদূর ভবিষ্যতে বিজ্ঞানীরা এই অদ্ভুত প্রাণীর অস্তিত্বের সঠিক প্রমাণ দিতে পারবেন কি-না বা বিগফুটের অস্তিত্ব আজীবন ঘোরের মধ্যেই থেকে যাবে কিনা, সেটাই দেখার বিষয়! 
 রিয়াজুল ইসলাম


কথা বলা সামুদ্রিক মাছ


পরপয়স শুশুক জাতীয় এক প্রকারের সামদ্রিক প্রাণী আছে। এরা অনেক দিক দিয়েই মানুষের আচরণ নকল বা অনুকরণ করতে পারে। দেখতে এরা মাছের মতো হলেও প্রকৃতপক্ষে এরা মাছের পর্যায়ে পড়ে না। এরা স্তন্যপায়ী প্রাণী। এরা বচ্চা প্রসব করে ও স্তন্যপান করিয়ে বাচ্চাদের লালন-পালন করে থাকে। তিমি, ডলফিন ও পরপয়স স্তন্যপায়ী প্রাণীর পর্যায়ভুক্ত। পরপয়সের আরেকটি বিশেষত্ব আছে। শ্বাস-প্রশ্বাসের জন্য এদের কানকো নেই। ফুসফুসের মাধ্যমেই এরা শ্বাস-প্রশ্বাস নিয়ে থাকে। মাথায় এদের একটি ছিদ্র থাকে, এটিই ওদের নাক। শ্বাস গ্রহণ করবার সময় এরা মাথাটি পানির ওপর উঠায় এবং ছিদ্র পথে শ্বাস-প্রশ্বাস ক্রিয়া সম্পাদন করে। দৈর্ঘে-এরা ১.৭৫ মিটার পর্যন্ত হয়। মুখে এদের ৮০ থেকে ১০০টি দাঁত থাকে। এরা কালো অথবা পিঙ্গল উভয় বর্ণেরই হয়। আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরে এদের দেখতে পাওয়া যায়। সব জীবজন্তুর মধ্যে পরপয়সই সব থেকে বুদ্ধিমান বা চালাক। মানুষকে অনুকরণ করতে এরা খুব ওস্তাদ। মানুষের কণ্ঠস্বর নকল করতেও এরা সক্ষম।


কৃষ্ণসাগরের খুনি চিংড়ি


এসব চিংড়িকে বলা হয় খুনি চিংড়ি। এরা স্থানীয় বিভিন্ন জাতের চিংড়ি, ছোট ছোট মাছ বা মাছের পোনা ও কীটপতঙ্গের লার্ভা খেয়ে থাকে। আমেরিকার ওয়েলসে এদের পাওয়া গেছে। এদের বৈজ্ঞানিক নাম ডিকোরাগামারুস ভিলোসাস।

এই শিকারি খুনি চিংড়িদের নামে নানা ধরনের কথা রয়েছে। বলা হয় এই চিংড়ির দল যেখানে হানা দেয় সেখানকার প্রাণীকুলের পরিবেশ বদলে দেয়। যারা ওদের শিকার, তাদের বিলুপ্তি যখন তখন হতে পারে বলে মনে করছেন পরিবেশ বিজ্ঞানীরা। কারণ ইউরোপের অনেক দেশে তাদের এই কুকীর্তি দেখা গেছে। সেপ্টেম্বর মাসে যুক্তরাজ্যের কেমব্রিজশায়ারে খুনি চিংড়িদের পাওয়া গেছে। ডি ভিলোসাস নামের এসব খুনি চিংড়ির আদি বাসস্থান কৃষ্ণসাগরের পার্শ্ববর্তী তৃণাঞ্চলের জলাশয়। গত দশ বছরে এরা পশ্চিম ইউরোপের অধিকাংশ স্থানজুড়ে ছড়িয়ে পড়ে। হানাদার এই চিংড়ি নূ্যনতম ৩ সেন্টিমিটার লম্বা। তবে ৩০ সেন্টিমিটার পর্যন্ত বড় হতে পারে, যার কারণে দেশীয় স্বাদু পানির চিংড়ির তুলনায় এরা আকারে বড় হয়।

খুনি চিংড়ি নামকরণের পেছনে রয়েছে একটি মারাত্মক তথ্য। কারণ খাদ্যের বাইরে গিয়েও তারা হত্যার স্বার্থেই শিকার করতে ছোটে। কিছু কিছু কীট যেমন ড্যামসেনফ্লই এবং য়াটারবোটম্যান এরই মধ্যে ব্রিটেনের জলরাশিতে বিপন্ন প্রাণীতে পরিণত হয়েছে এই খুন চিংড়ির কারণে। কাস্পিয়ান সাগর ও কৃষ্ণসাগরের মধ্যবর্তী অঞ্চল থেকে দানিয়ুব নদী হয়ে এরা পশ্চিম ইউরোপে হানা দেয়। এই খুনি চিংড়িরা ব্রিটেনের জলরাশিতে যে কি বিরূপ প্রভাব ফেলবে তা ভেবে ব্রিটিশ বিজ্ঞানীরা রীতিমতো উদ্বিগ্ন।

এনভায়রনমেন্ট এজেন্সির প্রধান কর্মকর্তা পল নিলস্টার বলেছেন, ব্রিটেনের জলরাশিতে এই চিংড়ি পাওয়া গেছে শুনে আমরা একেবারে মুষড়ে পড়েছি। কারণ স্থানীয় চিংড়িকেই ওরা আক্রমণের প্রধান টার্গেট হিসেবে বেছে নিয়েছে। তবে এরা মানুষের জন্য সরাসরি কোনো হুমকি নয়। খুনি চিংড়ির পিঠে তিনটি স্পাইক আছে যার জন্য ছোট মাছেরা এটিকে খেতে পারে না। কারণ মাছেরা গিলে ফেলতে গেলেই স্পাইকের জন্য মাছের গলায় আটকে যায়। খুনি চিংড়ির ঝাঁক যেখানে হানা দিয়েছে ইতোমধ্যে সেখানে বড় ধরনের পরিবেশগত বিপর্যয় ঘটিয়েছে। যেমন এদের কারণ জীববৈচিত্র্য হ্রাস পেয়েছে এবং স্থানীয় কিছু কিছু প্রজাতির বিলুপ্তি ঘটেছে। পশ্চিম ইউরোপে এরা ব্যাপক পরিসরে ছড়িয়ে পড়লেও উত্তর আমেরিকা থেকে এ ধরনের কোনো খবর পাওয়া যায়নি। এদের দেহ উভয় পাশ থেকে দাবানো বা চেপ্টা। বেশ বক্র আকারের এবং আধা-স্বচ্ছ। শরীরের দৈর্ঘ্য সর্বোচ্চ ৩০ সেন্টিমিটার বা ১০ ইঞ্চি পর্যন্ত হতে পারে। অর্থাৎ মিঠা পানির চিংড়ির চেয়ে অপেক্ষাকৃত বড়। শরীরের মধ্যে রয়েছে মাথা, বুক ও পেট। মাথার প্রধান বৈশিষ্ট্য হলো সেখানে এক জোড়া চোখ, দুই জোড়া এন্টেনা এবং মুখের অংশবিশেষ রয়েছে। চোয়াল বড় ও বেশ শক্তিশালী যার জন্য এটি শিকারি প্রাণী হওয়ার কার্যকর বৈশিষ্ট্য শারীরিক গঠনসূত্রেই লাভ করেছে। বুকে ৭টি অংশ আছে। প্রতিটি অংশে একজোড়া করে পা। প্রথম দুই জোড়া পা খাবার আঁকড়ে ধরতে সাহায্য করে। এরা শিকারকে কামড়ে কেটে বা ছিঁড়ে ফেলে হত্যা করে। এরা বিস্তীর্ণ অঞ্চলজুড়ে উপনিবেশ গড়ে তোলে এবং তাপমাত্রা, লবণাক্ততা ও অক্সিজেন মাত্রার তারতম্য সত্ত্বেও টিকে থাকতে পারে। 
খুরশীদা রহমান চৈতী