Wednesday, May 31, 2023

অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখার উপায় (Ways to maintain good gut health)

 Many people suffer from stomach problems. Again, the stomach is related to the brain. Researchers say the gut is connected to millions of neurons, which is why the gut is called the 'second brain' of the human body.

The function of the digestive system is not only to absorb food, but much more. The number of pathogens in our body can make us sick.

Digestive problems or indigestion, gas, constipation etc. suffer more or less everyone. For this, medical scientists say to be careful about what your gut needs.

The gut microbiome and the bacteria, fungi and other microbes living inside the gut play an important role in maintaining human health. Regular exercise, reducing stress, eating foods that increase the level of beneficial bacteria in the gut, and many other habits are beneficial for the gut.

Medical scientist Dr. A person can influence the health of their microbiome through their lifestyle, says Sunni Patel. It can be good or bad.

According to him, it's 'a worthwhile investment', something you're never too young or too old to do.

Some environmental factors, such as diet, have a greater impact on gut health than genes. What you eat not only nourishes you, it feeds and transforms the billions of microbes that live in your gut. Again, your gut is what fights your body against any infection. It absorbs nutrients from the foods you eat and supplies them to the body.

Dr. "You can change the gut bacteria very quickly, even within days," says Patel.

But it takes months to see long-term changes and benefits. The first step in improving gut health is to develop proper eating habits.

What to do to maintain gut health:

Eat as many vegetables as possible

Gut microbes love the fiber found in a variety of vegetables, fruits, nuts, and whole grains. Good food choices are essential to gut health.

Our gut is home to trillions of microbes. Those microbes are very important because they help in the digestion of certain nutrients. Each microbial group acts on a different type of food.

A variety of foods improves gut health, which is related to making us feel healthier.

Vegetables are rich in dietary fiber, vitamins, minerals and iron. Having vegetables like spinach, broccoli in the daily diet is good for health. Banana is a very familiar fruit to us. Bananas contain enough calories and enough fiber.

In addition, experts recommend eating more fiber-rich foods including onions, garlic, and cabbage. Lots of fiber and vegetables keep the gut microbiome healthy. But for some, fiber-rich foods can be sensitive. For this, you must consult your doctor before making any changes in your diet.

Whole grain foods

Whole grains are rich in essential nutrients like fiber, antioxidants and other micronutrients. The fiber in grains acts as a prebiotic for our gut health. It keeps the good bacteria in the gut healthy.

Foods like brown rice, red flour, oats etc. contain sufficient fiber. Experts are of the opinion that keeping them in the daily diet can eliminate various stomach problems and problems like constipation.

Fermented and probiotic foods

Yogurt, kombucha, kimchi, cheese, vinegar, bread, some pickles are fermented foods. These foods contain good bacteria. That bacteria keeps the gut healthy. Therefore, experts recommend such food regularly.

However, experts say to avoid pickles with more oil and yogurt made from high-fat milk.

They mainly recommend eating yogurt.

Avoiding overly processed foods

Experts recommend avoiding overly processed foods to maintain gut health.

Professor Tim Spector of King's College London said it could reduce the number of different species of bacteria in the gut.

For this, he recommends eating less processed foods, which include:

- Sweet or spicy snacks

- Chocolate bars and sweets

- Soda and soft drinks

- Frozen foods like meatballs, fish nuggets

- Processed foods like instant noodles.

Various studies have shown that highly processed foods contain 'bad bacteria'. Which can have a detrimental effect on gut health.

In addition, experts fear that some people may leave high fiber foods out of the diet chart due to the consumption of such foods.

They also say that over-processed foods disrupt the structure, or food matrix, through mechanical or chemical processes. Which makes the food digestible quickly.

As a result, eating such food does not reach the lower intestine, which is not good for gut health.

However, experts believe that more research is needed in this regard.

Avoid eating late at night

Experts advise to keep the time gap between dinner and breakfast at least 12 hours. Eating breakfast and dinner at a wide interval or intermittent fasting is beneficial for gut health.

Professor Tim Spector writes in his book, 'Gut microbes need rest every day as part of the body clock or circadian rhythm, which is very important for our gut health.'

In addition, several other studies have shown that those who fast during Ramadan have increased numbers of beneficial bacteria in their guts and increased microbial diversity (a greater presence of different species in the microbiome).

However, the researchers point out that more research is needed in this regard.

Nutritionist Dr. According to Megan Rossi, 'Gut health plays a very important role in boosting the immune system. Because 70 percent of our immune cells are inside the intestines.

Several studies have revealed that gastro-intestinal or digestive tract problems increase the risk of common illnesses such as colds, coughs, and fevers.

People who always eat the same foods don't have as active or strong gut microbes.

Daily exercise

If intestinal problems occur more, then it is necessary to check how much stress you are under, Dr. Megan Rossi.

A common reason why mood is linked to our gut is that approximately 80 to 90 percent of serotonin is produced in our digestive system.

Serotonin is a type of chemical messenger. With which various body functions are involved from our digestive system to mental diseases. In short, our mood depends on the release of serotonin.

For this, along with eating nutritious food rich in fiber in the daily diet, regular exercise is very necessary. It keeps the body hydrated and keeps the gut healthy.

Alcohol, caffeine and spicy foods should be avoided if you have intestinal problems. Because such ingredients can aggravate intestinal problems. In addition, to maintain good intestinal health, one should always try to sleep well.

A study found that if someone disrupts the body clock by changing their sleep patterns, the cycle of their gut microbes will also be disrupted.

Remember, it is important to treat the gut microbes well to keep them healthy.

Source: BBC

পেটের সমস্যায় অনেকেই ভুগে থাকে। আবার পেটের সাথে মস্তিষ্কের সম্পর্ক রয়েছে। গবেষকরা বলছেন, অন্ত্র লাখো নিউরনের সাথে সংযুক্ত, যে কারণে অন্ত্রকে মানবদেহের ‘দ্বিতীয় মস্তিষ্ক’ বলা হয়।

রিপাকতন্ত্রের কাজ শুধুমাত্র খাবার শোষণ করা নয়, বরং এর চাইতেও আরো বেশি কিছু। আমাদের শরীরে যে পরিমাণ রোগজীবাণু রয়েছে সেগুলো আমাদের শরীরকে অসুস্থ করে ফেলতে পারে।

হজমের সমস্যা বা বদহজম, গ্যাস, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি কমবেশি সবাইকে ভোগায়। এ জন্য আপনার অন্ত্রের কী প্রয়োজন সে ব্যাপারে সতর্ক থাকতে বলেন চিকিৎসা বিজ্ঞানীরা।

অন্ত্রের মাইক্রোবায়োম ও অন্ত্রের ভেতরে বসবাসকারী ব্যাকটেরিয়া, ছত্রাক ও অন্য জীবাণুগুলো মানুষের সুস্বাস্থ্য বজায় রাখার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। নিয়মিত শরীরচর্চা, মানসিক চাপ কমানো, অন্ত্রে উপকারী ব্যাকটেরিয়ার মাত্রা বাড়িয়ে তোলে এমন খাবার খাওয়াসহ আরো অনেক অভ্যাস অন্ত্রের জন্য উপকারী।

চিকিৎসা বিজ্ঞানী ড. সুন্নি প্যাটেল বলছেন, একজন মানুষ তার লাইফস্টাইলের মাধ্যমে তার মাইক্রোবায়োমের স্বাস্থ্যকে প্রভাবিত করতে পারে। সেটা ভালো হতে পারে আবার খারাপও হতে পারে।

তার মতে, এটা ‘একটা উপযুক্ত বিনিয়োগ’, যে কাজ করার জন্য আপনি কখনই খুব কম বয়সী বা খুব বেশি বয়সী হতে পারবেন না৷

অন্ত্রের স্বাস্থ্যের ওপর জিনের তুলনায় বেশি প্রভাব ফেলে খাদ্যের মতো পরিবেশগত কিছু বিষয়। আপনি যা খাচ্ছেন তা শুধু আপনার জন্য পুষ্টি নয়, এটি আপনার অন্ত্রে বসবাসকারী কোটি কোটি জীবাণুকে খাওয়ায় এবং পরিবর্তন করে। আবার আপনার অন্ত্রই আপনার দেহে কোনো ইনফেকশন হলে তার বিরুদ্ধে লড়াই করে। আপনি যে খাবারগুলো খাচ্ছেন, তা থেকে পুষ্টি উপাদান শুষে নিয়ে দেহের জন্য সরবরাহ করে।

ড. প্যাটেল বলছেন, ‘আপনি চাইলেই অন্ত্রের ব্যাকটেরিয়াগুলোকে খুব দ্রুত পরিবর্তন করতে পারেন, এমনকি কয়েক দিনের মধ্যেই এটা করা সম্ভব।’

তবে দীর্ঘমেয়াদি পরিবর্তন ও উপকারিতা পেতে কয়েক মাস সময় লেগে যায়। অন্ত্রের স্বাস্থ্যের উন্নতিতে প্রথমেই যথাযথ খাদ্যাভ্যাস গড়ে তুলতে হবে।

গাট বা অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে কী করণীয় :

যতটা সম্ভব সবজি খান
বিভিন্ন ধরনের শাকসবজি, ফলমূল, বাদাম, শস্যজাতীয় খাবারে যে ফাইবার থাকে অন্ত্রের জীবাণুগুলো তা পছন্দ করে। অন্ত্রের সুস্থতায় খাদ্য নির্বাচন করা জরুরি।

আমাদের অন্ত্রে রয়েছে কয়েক ট্রিলিয়ন জীবাণুর বসতি। ওই জীবাণুগুলো বেশ গুরুত্বপূর্ণ কেননা, তারা নির্দিষ্ট কিছু পুষ্টিকর উপাদান হজম করতে সাহায্য করে। প্রতিটি মাইক্রোবায়াল গ্রুপ একেক ধরনের খাবারের ওপর কাজ করে।

বিভিন্ন বৈচিত্র্যের খাবার অন্ত্রের স্বাস্থ্য উন্নত করে, যা আমাদের আরো সুস্থ হয়ে ওঠার সাথে সম্পর্কিত।

শাক-সবজিতে প্রচুর পরিমানে ডায়েটারি ফাইবার, ভিটামিন, মিনারেল ও আয়রন থাকে। প্রতিদিনের খাদ্যতালিকায় পালং শাক, ব্রকোলির মতো শাক-সবজি থাকলে স্বাস্থ্য ভালো থাকে। কলা আমাদের খুবই পরিচিত একটি ফল। কলায় রয়েছে পর্যাপ্ত ক্যালরি ও পর্যাপ্ত পরিমাণে ফাইবার।

এছাড়া পেঁয়াজ, রসুন, বাঁধাকপিসহ ফাইবারসমৃদ্ধ খাবার বেশি খাওয়ার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। প্রচুর পরিমাণে ফাইবার ও শাকসবজি অন্ত্রের মাইক্রোবায়োমের স্বাস্থ্য ভালো রাখে। তবে কারো কারো জন্য ফাইবারসমৃদ্ধ খাবার সংবেদনশীল হতে পারে। এর জন্য খাদ্যাভ্যাসে পরিবর্তন আনার আগে অবশ্যই ডাক্তারের সাথে পরামর্শ করে নিতে হবে।

হোল গ্রেইন ফুড বা শস্যজাতীয় খাবার
শস্যজাতীয় খাবারে থাকে প্রচুর পরিমাণে ফাইবার, অ্যান্টিঅক্সিডেন্ট ও অন্য মাইক্রোনিউট্রিয়েন্টের মতো প্রয়োজনীয় পুষ্টি। শস্যে থাকা ফাইবার আমাদের অন্ত্রের স্বাস্থ্যের জন্য প্রিবায়োটিকের কাজ করে। এটা অন্ত্রে থাকা ভালো ব্যাকটেরিয়ার স্বাস্থ্য ভালো রাখে।

ব্রাউন রাইস, লাল আটা, ওটস ইত্যাদি খাবারগুলোতে থাকে পর্যাপ্ত ফাইবার। এগুলো প্রতিদিনের খাদ্যতালিকায় রাখলে পেটের বিভিন্ন সমস্যা ও কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যাও দূর হতে পারে বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা।

ফার্মেন্টেড ও প্রোবায়োটিক ফুড
দই, কম্বুচা, কিমচি, চিজ, ভিনেগার, পাউরুটি, কয়েক ধরনের আচার হলো ফারমেন্টেড ফুড। এই খাবারগুলোতে ভালো ব্যাকটেরিয়া থাকে। ওই ব্যাকটেরিয়া অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে। তাই নিয়মিত এ ধরনের খাবারের পরামর্শ দেন বিশেষজ্ঞরা।

তবে বেশি তেল দেয়া আচার ও উচ্চ চর্বিযুক্ত দুধের তৈরি দই পরিহার করতে বলেন বিশেষজ্ঞরা।

তারা মূলত টকদই খাওয়ার পরামর্শ দেন।

অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার পরিহার করা
অন্ত্রের স্বাস্থ্য ঠিক রাখার জন্য বিশেষজ্ঞরা অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার এড়িয়ে চলার পরামর্শ দেন।

কিংস কলেজ লন্ডনের অধ্যাপক টিম স্পেক্টর বলেন, অন্ত্রের মধ্যে থাকা বিভিন্ন প্রজাতির ব্যাকটেরিয়া কমিয়ে দিতে পারে।

এ জন্য অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার কম খাওয়ার পরামর্শ দেন তিনি, যার মধ্যে রয়েছে :
- মিষ্টি বা মসলাযুক্ত স্ন্যাকস
- চকলেট বার ও মিষ্টি
- সোডা ও কোমল পানীয়
- মিটবল, ফিশ নাগেটের মতো ফ্রোজেন খাবার
- ইনস্ট্যান্ট নুডলসের মতো প্রক্রিয়াজাত খাবার।

বিভিন্ন গবেষণায় দেখা গেছে, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবারে ‘খারাপ জীবাণু’ থাকে। যা অন্ত্রের স্বাস্থ্যে ক্ষতিকর প্রভাব ফেলতে পারে।

এছাড়া এমন খাবার গ্রহণের কারণে উচ্চ ফাইবারযুক্ত খাবারগুলোকে কেউ ডায়েট চার্টের বাইরে রেখে দিতে পারেন বলেও আশঙ্কা করেন বিশেষজ্ঞরা।

তারা আরো বলেন, অতিরিক্ত প্রক্রিয়াজাত খাদ্যের গঠন বা খাদ্যের ম্যাট্রিক্স, যান্ত্রিক বা রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে ব্যাহত হয়। যা খাদ্যকে দ্রুত হজমযোগ্য করে তোলে।

ফলে এমন খাবার খেলে তা নিম্ন অন্ত্রে পৌঁছায় না, যা অন্ত্রের স্বাস্থ্যের জন্য ভালো নয়।

তবে এক্ষেত্রে আরো গবেষণার প্রয়োজন আছে বলে মনে করেন বিশেষজ্ঞরা।

গভীর রাতে খাবার এড়িয়ে চলা
রাতের খাবার ও সকালের নাস্তার সময়ের ব্যবধান অন্তত ১২ ঘণ্টা রাখার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। একটা বড় ব্যবধানে সকাল ও রাতের খাবার গ্রহণ করা বা ইন্টারমিটেন্ট ফাস্টিং অন্ত্রের স্বাস্থ্যের জন্য উপকারী।

অধ্যাপক টিম স্পেক্টর তার বইয়ে লিখেছেন, ‘দেহঘড়ি বা সার্কাডিয়ান রিদমের অংশ হিসেবে প্রতিদিনই অন্ত্রের জীবাণুগুলোর বিশ্রাম প্রয়োজন, যা আমাদের অন্ত্রের স্বাস্থ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ।’

এছাড়া অন্য কয়েকটি গবেষণায় দেখা গেছে যে রমজানে যারা রোজা রাখেন, তাদের অন্ত্রের উপকারী ব্যাকটেরিয়ার সংখ্যা বেড়ে যায় এবং মাইক্রোবায়াল বৈচিত্র্যও (মাইক্রোবায়োমে বিভিন্ন প্রজাতির ব্যাপক উপস্থিতি) বাড়ে।

তবে এ বিষয়েও আরো গবেষণা প্রয়োজন বলে উল্লেখ করছেন গবেষকরা।

পুষ্টিবিদ ডা. মেগান রসির মতে, ‘রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে তোলার পেছনে অন্ত্রের স্বাস্থ্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কেননা আমাদের রোগ প্রতিরোধক কোষের ৭০ ভাগ অন্ত্রের ভেতরে থাকে।’

বেশ কয়েকটি গবেষণায় উঠে এসেছে যে গ্যাস্ট্রো-ইনটেস্টাইনাল বা পরিপাকতন্ত্রের সমস্যা সর্দি, কাশি, জ্বরের মতো সাধারণ রোগ হওয়ার আশঙ্কা বাড়িয়ে দেয়।

যারা সবসময় একই ধরনের খাবার খায় তাদের অন্ত্রের জীবাণুগুলো এতটা সক্রিয় বা শক্তিশালী থাকে না।

দৈনিক ব্যায়াম
যদি অন্ত্রের সমস্যা বেশি দেখা দেয়, তাহলে আপনি কতটা মানসিক চাপে আছেন তা পরীক্ষা করা প্রয়োজন বলে মনে ডা. মেগান রসি।

আমাদের অন্ত্রের সাথে মেজাজ যুক্ত থাকার পেছনে একটি সাধারণ কারণ হলো, আমাদের পরিপাকতন্ত্রে আনুমানিক ৮০ থেকে ৯০ ভাগ সেরোটোনিন উৎপন্ন হয়।

সেরোটোনিন এক ধরনের রাসায়নিক বার্তাবাহক। যার সাথে আমাদের পরিপাক ক্রিয়া থেকে শুরু করে মানসিক রোগ সংক্রান্ত শরীরের নানা কার্যক্রম জড়িত। এক কথায় সেরোটোনিনের নিঃসরণের ওপর নির্ভর করে আমাদের মেজাজ ভালো থাকা, না থাকা।

এ জন্য দৈনন্দিন খাদ্যতালিকায় ফাইবারসমৃদ্ধ পুষ্টিকর খাবার খাওয়ার পাশাপাশি নিয়মিত শরীরচর্চা খুবই প্রয়োজন। এতে শরীরের আর্দ্রতা বজায় থাকে এবং অন্ত্রের স্বাস্থ্যও ভালো থাকে।

অন্ত্রের সমস্যা থাকলে অ্যালকোহল, ক্যাফেইন ও মশলাযুক্ত খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে। কারণ এ ধরনের উপাদান অন্ত্রের সমস্যা আরো বাড়িয়ে দিতে পারে। এছাড়া অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখতে ভালোভাবে ঘুমানোর চেষ্টা থাকতে হবে সবসময়।

এক গবেষণায় উঠে এসেছে, কেউ যদি ঘুমের ধরন পরিবর্তন করে দেহঘড়ির ছন্দ ব্যাহত করে তবে তার অন্ত্রের জীবাণুগুলোর চক্রও বাধাগ্রস্ত হবে।

মনে রাখতে হবে, অন্ত্রের জীবাণুগুলোকে সুস্থ রাখতে তাদের সাথে ভালো আচরণ করা জরুরি।

সূত্র : বিবিসি

Tuesday, May 30, 2023

বৃষ্টি পড়লে জানালায় বাষ্প জমে কেন? Why does steam accumulate in the window when it rains?

There is probably no Bengali who has not painted on the foggy glass of a rain-soaked window. The windows of the car or bus become foggy in heavy rain. Kids will paint on this free canvas, what's new. But the old man can also be seen looking out of the car window. Leaving these things aside, let's try to know the reason.

When it rains, the weather outside gets quite cold. In this cold, the glass of the car window is also a little cold. Then the temperature inside the car is slightly higher than the outside temperature. Due to this, water vapor in the air inside the car condenses when it comes in contact with the window glass. That is seen accumulating on the inside of the car window glass. For the same reason, if you put ice or cold water in a glass, water droplets appear on the outside due to the accumulation of steam.


বৃষ্টিভেজা জানালার ঝাপসা কাচে ছবি আঁকেননি, এমন বাঙালি বোধহয় খুঁজে পাওয়া যাবে না। ঝুম বৃষ্টিতে গাড়ি বা বাসের জানালার কাচ ঝাপসা হয়ে যায়। বাচ্চা ছেলেমেয়েরা বিনামূল্যের এই ক্যানভাসে ছবি আঁকবে, সে আর নতুন কী। কিন্তু বয়স্ক মানুষটাকেও গাড়ির জানালায় মনের ভুলে ইচ্ছেমতো আঁকিবুঁকি কাটতে দেখা যায়। এসব কথা বাদ দিয়ে বরং কারণটা জানার চেষ্টা করি।

বৃষ্টি পড়লে বাইরের আবহাওয়া বেশ কিছুটা ঠান্ডা হয়ে যায়। এ ঠান্ডায় গাড়ির জানালার কাচও কিছুটা ঠান্ডা হয়। তখন গাড়ির বাইরের তাপমাত্রার তুলনায় ভেতরের তাপমাত্রা কিছুটা বেশি থাকে। এ কারণে গাড়ির ভেতরের বাতাসের মধ্যে থাকা জলীয়বাষ্প জানালার কাচের সংস্পর্শে এলে জমে ঘন হয়ে যায়। সেটাই গাড়ির জানালার কাচের ভেতরের দিকে জমতে দেখা যায়। ঠিক একই কারণে কোনো গ্লাসে বরফ বা ঠান্ডা পানি রাখলে বাইরের গায়ে বাষ্প জমে বিন্দু বিন্দু পানি দেখা যায়।

পৃথিবীর শীতলতম স্থান কোনটি? Which is the coldest place on earth?

The climate of Bangladesh is temperate. It means neither too cold nor too hot. But there are many places in the world where survival is difficult due to severe winter. But which is the coldest place in history? Does it change over time? And the coldest - or in which city? Is it always cold there, or does it get colder at certain times of the year? Today's discussion about them.

The average temperature of the earth is minus 25 degrees Celsius to 45 degrees Celsius. But this is average temperature. Temperatures much lower than this are found on earth. Before we know where it is and what is its temperature, let's compare the temperature of our planet with Mercury. Sky-ground difference between day and night temperatures on Mercury. Mercury's daytime temperature is around 430 degrees Celsius. And at night the temperature drops to minus 180 degrees Celsius. Compared to that, the Earth's temperature is quite bearable.

Currently, the coldest place on Earth is the East Antarctic Plateau. Temperatures there can drop as low as minus 98 degrees Celsius. Antarctica is covered with ice sheets throughout the year. According to satellite data, the temperature there reached minus 93 degrees. However, according to information published in the US-based journal Geophysical Research Letters, the temperature sometimes drops even lower.

বাংলাদেশের জলবায়ু নাতিশীতোষ্ণ। মানে বেশি শীতও নয়, আবার গরমও নয়। কিন্তু পৃথিবীতে এমন অনেক জায়গা আছে, যেখানে তীব্র শীতের কারণে বেঁচে থাকা মুশকিল। কিন্তু ইতিহাসের শীতলতম স্থান কোনটি? সময়ের সঙ্গে সঙ্গে কি এটা পাল্টে যায়? আর সবচেয়ে বেশি ঠান্ডাই-বা কোন শহরে? সেখানে কি সবসময় ঠান্ডা থাকে, নাকি বছরের কোনো নির্দিষ্ট সময়ে ঠান্ডা বাড়ে? সেসব নিয়ে আজকের আলোচনা। 

পৃথিবীর গড় তাপমাত্রা মাইনাস ২৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৪৫ ডিগ্রি সেলসিয়াস। তবে এটা গড় তাপমাত্রা। এর চেয়ে অনেক কম তাপমাত্রার দেখা মেলে পৃথিবীতেই। সেটা কোথায় এবং সেখানকার তাপমাত্রা কত, তা জানার আগে বুধ গ্রহের সঙ্গে আমাদের গ্রহের তাপমাত্রার একটু তুলনা করা যাক। বুধের দিন ও রাতের তাপমাত্রার মধ্যে আকাশ-পাতাল পার্থক্য। দিনে বুধের তাপমাত্রা থাকে প্রায় ৪৩০ ডিগ্রি সেলসিয়াস। আর রাতে তাপমাত্রা নেমে যায় মাইনাস ১৮০ ডিগ্রি সেলসিয়াসে। সে তুলনায় পৃথিবীর তাপমাত্রা যথেষ্ট সহনশীল।

বর্তমানে পৃথিবীর শীতলতম স্থান পূর্ব অ্যান্টার্কটিকার মালভূমি। সেখানকার তাপমাত্রা মাইনাস ৯৮ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যেতে পারে। অ্যান্টার্কটিকা বরফের চাদরে ঢাকা থাকে সারা বছর। স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য অনুসারে, সেখানকার তাপমাত্রা মাইনাস ৯৩ ডিগ্রিতেও পৌঁছেছিল। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক জার্নাল জিওফিজিক্যাল রিসার্চ লেটারস-এ প্রকাশিত তথ্য মতে, তাপমাত্রা আরও নিচেও নেমে যায় কখনো কখনো। 

পৃথিবীর শীতলতম স্থান পূর্ব অ্যান্টার্কটিকার মালভূমি
পৃথিবীর শীতলতম স্থান পূর্ব অ্যান্টার্কটিকার মালভূমি
টেড স্ক্যাম্বোস, ইউনিভার্সিটি অব কলোরাডো-বোল্ডার

যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব কলোরাডো-বোল্ডারের ন্যাশনাল স্নো অ্যান্ড আইস ডেটা সেন্টারের জ্যেষ্ঠ গবেষক টেড স্ক্যাম্বোস। তিনি বলেন, ‘ভূপৃষ্ঠের তাপমাত্রা সম্ভবত এর চেয়ে কম হওয়া সম্ভব না।’ কিন্তু অতীতে এটা শীতলতম স্থান ছিল না। ২০১০ সালে অ্যান্টার্কটিকার ভস্টক রিসার্চ স্টেশন ছিল সবচেয়ে শীতল স্থান। এটি অ্যান্টার্কটিকার ভৌগলিক দক্ষিণ মেরু থেকে ১ হাজার ৩০১ কিলোমিটার দূরে অবস্থিত। এখানকার তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মাইনাস ৮৯.২ ডিগ্রি সেলসিয়াস। যুক্তরাষ্ট্রের জার্নাল অব জিওফিজিক্যাল রিসার্চ-এ প্রকাশিত এক গবেষণায় বিজ্ঞানীরা বলেছেন, ‘পরিস্থিতি অনুযায়ী ভস্টক স্টেশনের তাপমাত্রা মাইনাস ৯৬ ডিগ্রিও হতে পারে।’ অর্থাৎ আগে এটাই ছিল পৃথিবীর কোনো স্থানের সর্বনিম্ন তাপমাত্রা। জলবায়ু পরিবর্তনের ফলে এখন পূর্ব অ্যান্টার্কটিকার মালভূমির তাপমাত্রা আরও কমে গেছে, নেমে গেছে সর্বনিম্ন সীমায়।

এতক্ষণ যে দুটি শীতলতম স্থানের কথা বললাম, সেখানে মানুষ স্থায়ীভাবে বাস করে না। ফলে তীব্র শীতেও কারো তেমন কোনো সমস্যা হয় না। কিন্তু মানুষ নিয়মিত বাস করে, এরকম স্থানের সর্বনিম্ন তাপমাত্রা কত? উত্তর, মাইনাস ৭১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার ওয়মিয়াকন গ্রামটি পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান, যেখানে মানুষ স্থায়ীভাবে বসবাস করে। এখানে যারা বাস করে, তারা মূলত পেশায় হরিণ পালক। গ্রামটির গড় তাপমাত্রা মাইনাস ৫০ ডিগ্রি সেলসিয়াস। তবে সর্বনিম্ন মাইনাস ৭১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১৯২৪ সালে।

রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার ওয়মিয়াকন গ্রামটি পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান, যেখানে মানুষ স্থায়ীভাবে বসবাস করে।
রাশিয়ার পূর্ব সাইবেরিয়ার ওয়মিয়াকন গ্রামটি পৃথিবীর সবচেয়ে শীতলতম স্থান, যেখানে মানুষ স্থায়ীভাবে বসবাস করে।
গেটি ইমেজ

উত্তর গোলার্ধে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় গ্রিনল্যান্ডের ক্লিঙ্ক ওয়েদার স্টেশনে। গ্রিনল্যান্ডের বরফের চাদরের মাঝে একটি আবহাওয়া অফিস এটি। ১৯৯১ সালে সেখানে মাইনাস ৬৯ দশমিক ৬ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড করা হয়। এ আবহাওয়া অফিসটি গ্রিনল্যান্ডের সবচেয়ে উঁচু স্থান গুনবিয়র্নের কাছাকাছি ৩ হাজার ১০৫ মিটার উচ্চতায় অবস্থিত। এর আগে উত্তর গোলার্ধের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মাইনাস ৬৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। 

শীতকালে গ্রিনল্যান্ড বরফের কুয়াশায় সম্পূর্ণ ঢেকে যায়।
শীতকালে গ্রিনল্যান্ড বরফের কুয়াশায় সম্পূর্ণ ঢেকে যায়।
গেটি ইমেজ
এবার দেখা যাক, বিশ্বের শীতলতম শহর কোনটি। এই রেকর্ডটিও রাশিয়ার দখলে। রাশিয়ার ইয়াকাটস্ক শহরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল মাইনাস ৬২ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরের ১৮ জানুয়ারি এ রেকর্ড গড়ে শহরটি। এর আগে ১৮৯১ সালের ফেব্রুয়ারিতে সর্বনিম্ন মাইনাস ৬৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল এ শহরেই। ২ লাখ ৫০ হাজার মানুষের এ শহরটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৯৫ মিটার ওপরে লেনা নদীর পশ্চিম তীরে অবস্থিত। তাই শীতকালে শহরটি বরফের কুয়াশায় সম্পূর্ণ ঢেকে যায়। 
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।
দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

বিশ্বের তাপমাত্রা নিয়ে তো অনেক কথা হলো। শেষ করার আগে চলুন, দেশের সর্বনিম্ন তাপমাত্রা কত, সেটা জানা যাক। না, বাংলাদেশের তাপমাত্রা কখনো হিমাঙ্কের নিচে নামেনি। অর্থাৎ, ০ ডিগ্রি সেলসিয়াসের নিচে যায়নি। দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। ২০১৮ সালের ৮ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। এর আগে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯৬৮ সালে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।


Source: https://www.bigganchinta.com/feature/q8weoh40ls

Monday, May 22, 2023

Harms that can be caused by taking sleeping pills frequently

Due to the impact of modern mechanical life, our physical and mental stress, long-term diseases are increasing. Along with that, sleep problems have also appeared. Many are slowly becoming dependent on sleeping pills. But it is important to have a proper idea about the harmful effects of frequent consumption of sleeping pills on the body.

Why do we take sleeping pills?

• If you have trouble sleeping at night for a long time

• Long travel time

• If you wake up repeatedly at night

Who should not take sleeping pills

• People suffering from low blood pressure

• People suffering from complicated liver disease

• Those suffering from kidney problems

• Very old people

• People suffering from seizures

• Pregnant women

• Lactating mothers

How to solve the problem without sleeping pills

• Identify physical or psychological causes of sleep problems early

• To try to resolve.

• Go to bed at a fixed time every day

• Regular physical exercise should be done

• Do not sleep during the day

• Meditation

• Stay away from electronic devices at least half an hour before going to bed

• Avoid smoking or any other intoxicating food

• Avoid tea, coffee or any caffeine-rich foods

Problems that can be caused by taking sleeping pills

• Dizziness, headache

• Diarrhea

• Nausea

• Sleep Drowsiness

• Allergy problems

• Weight gain

• Memory loss

• Increased tendency to commit suicide

• Altered thinking, such as hallucinations

Taking sleeping pills for a long time can be a problem

• Drug dependency

• Drug addiction

• Insomnia can occur without taking the medicine due to long-term drug dependence. Apart from this, increased anxiety, memory loss - these problems can also occur.

• Some medications need to be stopped gradually. Sudden discontinuation of the medicine causes various problems including mental fatigue, fever, cough, chills, body massaging, itching all over the body.

Sleeping pills are one of the drugs that cannot be sold without a prescription. Sleeping pills can cause various complications in the body. Therefore, it is important to refrain from taking sleeping pills without consulting a doctor.


ঘন ঘন ঘুমের ওষুধ খেলে যেসব ক্ষতি হতে পারে

 আধুনিক যান্ত্রিক জীবনের প্রভাবে আমাদের শারীরিক মানসিক চাপ, দীর্ঘমেয়াদি রোগ বেড়ে চলেছে সেই সঙ্গে ঘুমের সমস্যাও প্রকট হয়ে দেখা দিয়েছে অনেকেই ঘুমের ওষুধের ওপর ধীরে ধীরে নির্ভরশীল হয়ে পড়ছি কিন্তু ঘন ঘন ঘুমের ওষুধ সেবন শরীরে কতটা ক্ষতিকর প্রভাব ফেলতে পারে, সে ব্যাপারে সম্যক ধারণা থাকা জরুরি

আমরা কেন ঘুমের ওষুধ খাই

  • দীর্ঘদিন রাতে ঘুমের সমস্যা হলে
  • দীর্ঘ ভ্রমণের সময়
  • রাতে বারবার ঘুম ভেঙে গেলে

কাদের ঘুমের ওষুধ খাওয়া বারণ

  • যাঁরা নিম্ন রক্তচাপে ভুগছেন
  • যাঁরা লিভারজনিত জটিল রোগে ভুগছেন
  • যাঁরা কিডনির সমস্যায় ভুগছেন
  • অনেক বয়স্ক ব্যক্তি
  • খিঁচুনি রোগে আক্রান্ত ব্যক্তি
  • গর্ভবতী নারী
  • দুগ্ধ দানকারী মা

ঘুমের ওষুধ ছাড়া যেভাবে সমস্যা সমাধান করা যায়

·       শারীরিক বা মানসিক যে কারণে ঘুমের সমস্যা হচ্ছে, তা আগে খুঁজে বের করে

·       সমাধানের চেষ্টা করতে হবে

·       প্রতিদিন নির্ধারিত সময়ে ঘুমাতে যেতে হবে

·       নিয়মিত শারীরিক ব্যায়াম করতে হবে

·       দিনের বেলা ঘুমানো যাবে না

·       মেডিটেশন বা ধ্যান

·       ঘুমাতে যাওয়ার ন্যূনতম আধঘণ্টা আগে ইলেকট্রনিক যন্ত্র থেকে দূরে থাকতে হবে

·       ধূমপান বা অন্য যেকোনো নেশাজাতীয় খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে

·       চা, কফি বা যেকোনো ক্যাফেইনসমৃদ্ধ খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে

ঘুমের ওষুধ খাওয়ার ফলে যেসব সমস্যা হতে পারে

·       মাথা ঘোরা, মাথা ব্যথা

·       ডায়রিয়া

·       বমি বমি ভাব

·       ঘুম ঘুম ভাব

·       অ্যালার্জির সমস্যা

·       ওজন বৃদ্ধি

·       স্মৃতিশক্তি লোপ

·       আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি

·       চিন্তা-ভাবনার পরিবর্তন হওয়া, যেমনহ্যালুসিনেশন

দীর্ঘদিন ঘুমের ওষুধ খেলে যে সমস্যা হতে পারে

·       ওষুধে নির্ভরশীলতা

·       ওষুধে আসক্তি

·       দীর্ঘদিন ওষুধ খেলে নির্ভরশীলতা তৈরি হওয়ার কারণে ওষুধ না খেলে নিদ্রাহীনতা দেখা দিতে পারে। ছাড়া দুশ্চিন্তা বেড়ে যাওয়া, স্মৃতিশক্তি লোপ পাওয়াএসব সমস্যাও হতে পারে

·       কিছু ওষুধ ধীরে ধীরে বন্ধ করতে হয়। হঠাৎ করে ওষুধ বন্ধ করার ফলে মানসিক অবসাদ, জ্বর, কাশি, ঠান্ডা, শরীর ম্যাজম্যাজ করা, সারা শরীরে চুলকানিসহ বিভিন্ন সমস্যা দেখা দেয়

ব্যবস্থাপত্র (প্রেসক্রিপশন) ব্যতীত যে ওষুধগুলো বিক্রি করা যায় না, ঘুমের ওষুধ তার মধ্যে অন্যতম। ঘুমের ওষুধের ফলে দেহে বিভিন্ন জটিলতা সৃষ্টি হতে পারে। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া ঘুমের ওষুধ খাওয়া থেকে বিরত থাকা জরুরি

-ডা. শিমু আক্তার

Link: https://www.prothomalo.com/lifestyle/health/em2jwm29l3