Monday, May 15, 2023

Vlogging Camera (Canon) / ( ভ্লগ ক্যামেরা (ক্যানন))

 Many do travel vlogging (video blog). Some have become stars by promoting these videos on various sites including YouTube. Therefore, vlogging is at the top of popularity among the youth. Keeping this in mind, Canon has launched a vlogging camera for the first time.

Canon PowerShot V10 model camera can shoot videos with Fork technology. Video captured by the camera can be easily uploaded online with the ability to transfer it to a phone or tablet computer via the Canon Camera Connect app. The camera weighs 211 grams with HDMI and USB port facilities.


Due to its small size, the camera can be easily used while travelling. With the automatic small stand, it is possible to hold the camera in a fixed position or to record videos by hand. The camera also has a separate LCD screen to give an idea of the captured video scene. As a result, the frame or light of the video is known while making the video. The price is 430 dollars.

Source: Indian Express


ভ্রমণের ভ্লগিং (ভিডিও ব্লগ) করেন অনেকেই। এসব ভিডিও ইউটিউবসহ বিভিন্ন সাইটে প্রচার করে কেউ কেউ তারকা বনে গেছেন। তাই বর্তমানে তরুণ-তরুণীদের কাছে জনপ্রিয়তার শীর্ষে রয়েছে ভ্লগিং। বিষয়টি মাথায় রেখে প্রথমবারের মতো ভ্লগিং ক্যামেরা বাজারে এনেছে ক্যানন।

ক্যানন পাওয়ারশট ভি১০ মডেলের ক্যামেরায় ফোরকে প্রযুক্তির ভিডিও করা যায়। ক্যামেরায় ধারণ করা ভিডিও ক্যানন ক্যামেরা কানেক্ট অ্যাপের মাধ্যমে ফোন বা ট্যাবলেট কম্পিউটারে স্থানান্তরের সুযোগ থাকায় সহজে অনলাইনে আপলোড করা সম্ভব। এইচডিএমআই এবং ইউএসবি পোর্ট সুবিধার ক্যামেরাটির ওজন ২১১ গ্রাম।


আকারে ছোট হওয়ায় সহজে ভ্রমণের সময় ব্যবহার করা যায় ক্যামেরাটি। স্বয়ংক্রিয় ছোট স্ট্যান্ডযুক্ত থাকায় ক্যামেরাটি নির্দিষ্ট স্থানে রেখে বা হাতে নিয়েও ভিডিও করা সম্ভব। ধারণ করা ভিডিওর দৃশ্য সম্পর্কে ধারণা দিতে আলাদা এলসিডি পর্দাও রয়েছে ক্যামেরায়। ফলে ভিডিও করার সময় ভিডিওর ফ্রেম বা আলো সম্পর্কে জানা যায়। দাম ৪৩০ ডলার।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

No comments: