Welcome to Global Village (All over the world be a Global Village)
Wednesday, September 29, 2010
ভূপৃষ্ঠের ১৮০০ মাইল নিচে বন্দী ম্যাগমা স্তর
ফ্রান্সের গবেষকরা পৃথিবী খোলসের ঠিক অভ্যন্তরেই উত্তপ্ত গলিত লাভার একটি স্তরের খোঁজ পেয়েছেন। খবর সায়েন্স ডেইলির।
সম্প্রতি ফ্রান্সের গবেষকরা জানিয়েছেন, উত্তপ্ত গলিত লাভার একটি স্তর এখনও পৃথিবীর অভ্যন্তরে আটকা পড়ে আছে। দুটি কেকের মধ্যে জ্যাম যেভাবে বন্দি হয়ে থাকে এই ম্যাগমার স্তরটি সেভাবেই পৃথিবী অভ্যন্তরে আটকে আছে পৃথিবী গঠনের শুরু থেকেই।
গবেষকদের বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, ভূপৃষ্ঠের ঠিক ১৮০০ মাইল নিচেই এই ম্যাগমা স্তরের অবস্থান। পৃথিবীর খোলসের অভ্যন্তরে গলিত লাভার অবস্থান পৃথিবী গঠনের প্রাথমিক অবস্থা জানিয়ে দেয়।
সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, নতুন এই ম্যাগমার আবিষ্কারের ফলে পৃথিবী একদিন ম্যাগমা সমুদ্র্রে ডুবে ছিলো সেই তত্ত্বই প্রমাণিত হয়। আর সেই ম্যাগমার কিছু অংশ এখনও পৃথিবী অভ্যস্তরেই রয়ে গেছে।
গবেষকরা জানিয়েছেন, পৃথিবী গঠনের কিছু মডেল থেকে দেখা গেছে পৃথিবীর গঠন শক্ত হয়ে যাবার ফলে গলিত কিছু পাথর পৃথিবীর ম্যান্টলের নিচে ম্যান্টেল কোর বাউন্ডারিতে আটকে গেছে। এই স্তরের খনিজ পদার্থগুলো প্রচণ্ড তাপ ও চাপে আটকে আছে।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/মিন্টু/এইচবি/সেপ্টেম্বর ২৭/১০
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment