Wednesday, September 29, 2010

পথই হবে গাড়ির জ্বালানী!

গাড়ির চাকা রাস্তায় গড়ালে যে বিদ্যুত তৈরি হয় তা ব্যবহার করেই চলবে গাড়ি। আর এমনই গাড়ি তৈরি করেছেন জার্মানির গবেষকরা। রাস্তার শক্তিকে কাজে লাগিয়ে যে গাড়িটি চলবে তার নাম দেয়া হয়েছে ‘ই-কুইকি’। খবর গিজম্যাগের।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, কার্লসরু ইউনিভার্সিটি অফ অ্যাপ্লাইড সায়েন্স এর গবেষকদল এই গাড়িটি তৈরি করেছেন। এই গাড়িটির ওজন মাত্র ৬০ কেজি। আর গাড়ির নিচের দিকে রাখা আছে একটি রিসিভার। আর রাস্তায় যে বিদ্যুত উৎপন্ন হয় এই রিসিভার দিয়ে সেটিই টেনে নেয়া হবে গাড়ির জন্য । এই বিদ্যুত ব্যবহার করেই চলবে ই-কুইকি।

জানা গেছে, ই-কুইকিতে ব্যবহার করা হয়েছে ২ কিলোওয়াটের একটি মোটর। ৭২০ ফুটের ইনডোর ট্র্যাকে প্রতি ঘন্টায় ৩১ মাইল বেগে ৪০ বার ঘুরতে সফল হয়েছে ই-কুইকি।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/মিন্টু/এইচবি/সেপ্টেম্বর ২০/১০

No comments: