Wednesday, September 29, 2010

ফের উইন্ডোজ ফোন ৭-এর গুজব অনলাইনে

মাইক্রোসফটের তৈরি উইন্ডোজ ফোন ৭ বাজারে ২১ অক্টোবর আসতে পারে বলে বিভিন্ন টেকি সাইট জানাচ্ছে। এই তারিখে যুক্তরাজ্য, ফ্রান্স, স্পেন, জার্মানি এবং ইতালিতে মাইক্রোসফটের উইন্ডোজ ফোন ৭ বাজারে ছাড়া হবে বলে গুজব রয়েছে। খবর এনগ্যাজেট-এর।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, জোর গুজব রয়েছে ১১ অক্টোবর নিউ ইয়র্ক সিটিতে একটি অনুষ্ঠানের আয়োজন করে এ বিষয়ক ঘোষণা দিতে পারে মাইক্রোসফট।

এদিকে, এতোসব গুজবের জবাবে মাইক্রোসফট বিশেষজ্ঞ পল থ্রুট জানিয়েছেন, ১১ তারিখে অনুষ্ঠান থাকলেও সেটি উইন্ডোজ ফোন ৭ এর জন্য কোনো অনুষ্ঠান নয়।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, উইন্ডোজ ফোন ৭ যুক্তরাষ্ট্রের বাজারে আসতে পারে ৮ নভেম্বর।


বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/মিন্টু/এইচবি/সেপ্টেম্বর ২৭/১০

No comments: