Wednesday, September 29, 2010

ভূম্পিকম্পে জীবন বাঁচাবে দরজা

ভূমিকম্পরের সময় জীবন বাঁচাতে টেবিলের নীচে বা দরজার নীচে আশ্রয় নেয়াটাই শ্রেয়। এতে হয়তো জীবনটা বেঁচে যেতে পারে। ভূমিকম্পের সময় জীবন রক্ষা করতে সক্ষম হবে এমনই দরজা তৈরি করেছে ইংল্যান্ডের কিংস্টন ইউনিভার্সিটির ডিজনাইনের এক ছাত্র। খবর গিজম্যাগের।

সংবাদমাধ্যমটির বরাতে জানা গেছে, ভূমিকম্পের ফলে ঘরের ছাদ ভেঙ্গে মাথায় পড়া থেকে দরজার ছোট্টো ডিজাইনটিই রক্ষা করতে পারবে।

কিংস্টন ইউনিভার্সিটির মাস্টার্সের এই ডিজাইনারের নাম ইয়াংহা লি।

উদ্ভাবক ইয়াংহা লি-এর বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, এই দরজার মাঝামঝি থেকে  আনুভূমিকভাবে ভাঁজও করা যাবে।  এতে দরজার নীচের অংশটি উপরের অংশকে খাড়া করে রাখতে সাহায্য করবে। ভূমিকম্প হলে ভেঙ্গে পড়া টুকরাগুলো উপরদিক এবং পাশের দিক থেকে রক্ষা করবে এটি।

জানা গেছে, দরজার ফ্রেমের মধ্যেই রাখার ব্যবস্থা আছে ছোটো ফ্ল্যাশ লাইট, পানির বোতল এবং মেডিলক্যাল সাপোর্ট । আর এমন একটি দরজার নীচে দুইজন আশ্রয় নিতে পারবে।
জানা গেছে, এই দরজাটি দামেও হবে সাশ্রয়ী।



বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/মিন্টু/এইচবি/সেপ্টেম্বর ৩০/১০

No comments: