Sunday, December 19, 2010

মানুষ অজ্ঞান হয়ে পড়ে কেন


কোনো খারাপ খবর শুনে, খুব বেশি ভয় পেলে বা নানা কারণে মানুষকে প্রায়শ অজ্ঞান হয়ে পড়তে দেখা যায়। অজ্ঞান অবস্থায় শরীর ঘামে ভিজে যায়, শরীর ঠাণ্ডা হয়ে পড়ে, দৈহিক বোধশক্তি কমে যায়। অজ্ঞান হওয়ার অনেক কারণ থাকতে পারে। যেমন : আলো-বাতাসহীন ঘর, অভুক্ত অবস্থা, প্রচণ্ড ক্লান্তি, দারুণ যন্ত্রণা, কোনো মর্মান্তিক মানসিক আঘাত। প্রশ্ন হলো মানুষ অজ্ঞান হয়ে পড়ে কেন? অজ্ঞান কেন হয় জানার আগে জানতে হবে জ্ঞান বা চেতনা কাকে বলে। চেতনাকে পুরোপুরি বজায় রাখতে হলে মস্তিষ্কে রক্ত চলাচল অব্যাহত রাখা দরকার। মস্তিষ্ক তার দরকার মতো রক্তের জোগান পেলেই শরীরের সব অঙ্গ-প্রতঙ্গ স্বাভাবিক কাজ চালিয়ে যেতে পারে। মস্তিষ্কের পুরোদমে কাজ করার মানেই হলো জ্ঞান থাকা। তাই মস্তিষ্কে রক্ত চলাচলে কোনো রকম অসুবিধা দেখা দিলেই শরীরের অন্যান্য কাজ ব্যাহত হয়। তা হলে দেখা যাচ্ছে, যেকোনো কারণেই হোক মস্তিষ্কে রক্ত চলাচলে কোনো গোলমাল ঘটলেই সে গোলমালের ফল হলো অজ্ঞান হয়ে পড়া। কেননা রক্তের জোগানে কমবেশি হওয়া মস্তিষ্ক সহ্য করতে নারাজ। আর তাই মাথার সঙ্গে শরীরটাও বিকল হয়ে পড়ে। কয়েকটি কাজ করলে অজ্ঞান হওয়ার হাত থেকে কিছুটা বাঁচা সম্ভব। কাউকে সেরকম অবসন্ন হওয়ার মতো দেখলে সঙ্গে সঙ্গে তাকে শুইয়ে দেওয়া উচিত। তাহলে সামনে ঝুঁকে পড়ে মাথাটাকে হাঁটু পর্যন্ত নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হবে। এরকম করলে মস্তিষ্ক তার রক্তের জোগান ফিরে পেতে পারে আর তার ফলে জ্ঞান হারানোর ভয় কম থাকে। হঠাৎ যদি কেউ অজ্ঞান হয়ে পড়ে তাহলে তাকে শুইয়ে দিয়ে জামা-কাপড় একটু আলগা করে দেওয়া উচিত। শোয়ানোর সময় মাথাটা একটু নিচু দিকে রেখে পায়ের দিকটা উঁচুতে রাখতে হবে। এতে মস্তিষ্কে রক্ত চলাচল স্বাভাবিক অবস্থায় ফিরে যেতে পারে। জ্ঞান ফিরে আসার পর রোগীকে একটু গরম চা বা কফি খাওয়ালে ভালো হয়। আর মাথায় কোনো আঘাত বা সর্দি-কাশির ফলে কেউ অজ্ঞান হয়ে গেলে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা উচিত।

No comments: