বিশ্বের সবচেয়ে নিখুঁত ঘড়ি তৈরি করেছেন মার্কিন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দাবি ৩০ কোটি বছরে এক সেকেন্ড সময়ের হেরফের হতে পারে এ অটোমেটিক ঘড়িতে। ইউনিভার্সিটি অফ কলরাডোর বিজ্ঞানীরা এ ঘড়িটি তৈরি করেছেন। বিজ্ঞানীরা জানিয়েছেন, বর্তমানে যে পদ্ধতিতে আন্তর্জাতিক টাইম জোন এবং স্যাটেলাইটের সাহায্যে সঠিক সময় নির্ণয় করা হয় তার চেয়েও নিখুঁতভাবে এ ঘড়িটি সময় দেখাতে পারবে। অণুর কম্পন পদ্ধতি ব্যবহৃত হয় এই ঘড়ির সময় নির্ণয়ে। অণুর পেন্ডুলাম ইফেক্ট লেজার বিমের সাহায্যে ধরা হয় এবং তা মাইনাস ২৭০ ডিগ্রি তাপমাত্রায় শীতল করা হয়। এ তাপমাত্রায় সব ধরনের বিকিরণ বন্ধ হয়ে যায়। মার্কিন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ কোপেনহেগেনের বিজ্ঞানী নিউক্লিয়ার ফিজিসিস্ট প্রফেসর জান থমসেন জানিয়েছেন, অণুতে একটি নিউক্লিয়াস এবং কিছু ইলেকট্রন থাকে যেগুলো নিউক্লিয়াসের চারদিকে নির্দিষ্ট অরবিট স্পিন করে। লেজার লাইট ব্যবহার করে এ ইলেকট্রনগুলো সুইং ব্যাক করা যায় এবং এ অরবিটগুলোর মধ্যে নির্দিষ্ট পথে চালানো যায়।
হাসান মাহমুদ রিপন। সুত্র: http://www.bangladesh-pratidin.com/?view=details&type=pratidin&pub_no=189&cat_id=3&menu_id=16&news_type_id=1&index=1
No comments:
Post a Comment