জরিপের তথ্য অনুযায়ী, ২০২০ সালের মধ্যে বিশ্বজুড়ে আরও এক হাজার ৬০০ কোটি ইন্টারনেট-বান্ধব পণ্য ব্যবহার হওয়ার সম্ভাবনা আছে! ম্যাসনের প্রধান গবেষক জিম মরিস জানান, আগামী ১০ বছরে বিশ্বের সব মানুষই ইন্টারনেট-বান্ধব পণ্য ব্যবহার করবে এবং গড়ে ০.৮ থেকে ৫.৮টি ইন্টারনেট-বান্ধব পণ্য তৈরিও হবে। সম্প্রতি জনপ্রিয়তা পাওয়া আধুনিক সব বৈশিষ্ট্যযুক্ত স্মার্টফোনের কল্যাণে তা পরিপূর্ণ হবে। কারণ বর্তমানে ইন্টারনেট-বান্ধব প্রযুক্তি পণ্যের মধ্যে সর্বাধিক ব্যবহূত এবং জনপ্রিয় পণ্যের তালিকায় শীর্ষে আছে স্মার্টফোন। এমন অবস্থায় ভবিষ্যৎ দুনিয়া ইন্টারনেটনির্ভরই নয়, বরং ইন্টারনেট-বান্ধব পণ্যেও ঘেরা থাকবে—এমনই মনে করছেন বিশেষজ্ঞরা। —দি টেলিগ্রাফ | তারিখ: ০১-১১-২০১০
সুত্র: প্রথম আলো
No comments:
Post a Comment