ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এটা নতুন করে বলার অবকাশ নেই? এ সত্যটি আমরা বহু আগ থেকেই জেনে আসছি। কিন্তু এই ধোঁয়া যে বাতাসকেও মারাত্মকভাবে দূষিত করছে, তা কি আমরা জানি? সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে, ডিজেলের ধোঁয়া বাতাসকে যে পরিমাণ দূষিত করছে তার দশ গুণ বেশি দূষিত করছে সিগারেটের ধোঁয়া। ইতালির জাতীয় ক্যান্সার ইনস্টিটিউট একটি ছোট্ট পরীক্ষা চালাতে গিয়ে এই ব্যাপারটি আবিষ্কার করে। পরিষ্কার বাতাসের পরিবেশের একটি আবদ্ধ গ্যারেজে একটি ডিজেল ইঞ্জিনের গাড়িকে ৩০ মিনিট ধরে চালিয়ে রাখা হয়। এই সময় প্রতি দু'মিনিট পর পর গ্যারেজের কালো ধোঁয়া মিশ্রিত বাতাসের নমুনা পরীক্ষা করা হয়। ৩০ মিনিট পর গাড়িটা বের করে গ্যারেজ পরিষ্কার করা হয় এবং আরও চার ঘণ্টা ধরে বিশুদ্ধ বাতাসে পূর্ণ করে দরজা বন্ধ করে তিনটি সিগারেটকে ৩০ মিনিট ধরে জ্বালিয়ে পরীক্ষা করা হয়। ফলাফলে দেখা যায় ডিজেলের ধোঁয়ার চেয়ে দশগুণ বেশি দূষিত পদার্থ বাতাসে ছড়িয়ে পড়েছে সিগারেটের ধোঁয়া থেকে। আমিন রহমান নবাব।
সুত্র: http://www.bangladesh-pratidin.com/?view=details&type=pratidin&pub_no=189&cat_id=3&menu_id=16&news_type_id=1&index=3
No comments:
Post a Comment