বনসাই একটি জাপানি শব্দ। এর অর্থ অগভীর পাত্রের গাছ। বনসাইয়ের চর্চা সুদূর জাপান থেকে এখন বাংলাদেশেও চলছে। বনসাই সম্পর্কে মানুষের মনে ভালো এবং মন্দ দুই ধরনের চিন্তা কাজ করে। এটি কেউ পছন্দ করে, কেউ হয়তো করে না। আজকাল বনসাই'র নান্দনিকতা এবং এর সৌন্দর্য দেখে অনেকেই মুগ্ধ হচ্ছেন। নাসরিন চৌধুরী মনে করেন, ইন্টেরিয়র ডিজাইনের কাজের একটি বড় উপাদান বনসাই। একটি পরিপক্ব বনসাই ঘরের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি করতে পারে। কপালে একটি টিপ না পরলে যেমন নারীর সৌন্দর্যচর্চা পূর্ণতা পায় না তেমনি ঘরে বনসাইয়ের উপযুক্ত স্থাপনা না হলে, ঘরের সৌন্দর্যবর্ধনের কাজ কখনোই সমাপ্ত হয় না। এবার আমরা বনসাইটি ঘরের কোথায় এবং কেমনভাবে রাখলে সুন্দর লাগবে সে প্রসঙ্গে আসি। বনসাই নিজেই খুব সুন্দর, তাই এর জন্য ঘরের কোনায় (যেখানে বেশি জিনিসপত্র বা শোপিস না থাকে) একটি সুন্দর ছিমছাম টেবিলে বনসাই রাখতে হবে। টেবিলের টবটি মার্বেল পাথর, কাচের অথবা কাঠের হতে পারে। এছাড়া বনসাই রাখার জন্য একটি আসন প্রয়োজন হয়। এ আসন গাছ এবং টবের আকৃতির ওপর নির্ভর করে। যেমন, বনসাই টবটি যদি ছাড়ানো এবং বড় হয় তবে এর নিচে পাতলা ম্যাট বসানো যেতে পারে। বনসাই যদি ঝুলানো আকৃতির এবং লম্বা পাত্রে লাগানো হয় তবে টেবিলের ওপরে একটি উঁচু আসন দিতে হবে এবং তার ওপর বনসাইটি রাখতে হবে। ঘরের সৌন্দর্য বাড়াতে বনসাইয়ের স্থানে সিলিং থেকে একটি স্পট লাইট লাগানো যেতে পারে। মনে রাখতে হবে, বনসাই একটি গাছ। কাজেই এর পানি, সূর্যের আলো, মাটি এবং সার প্রয়োজন। তাই একটি বাসার জন্য দুই সেট বনসাই রাখতে হয়। ঘরে যদি একটি বনসাই থাকে তখন আরেকটি বারান্দা বা ছাদে থাকবে। একটি কথা আমাদের বিশেষভাবে মনে রাখতে হবে_ আমরা যদি বনসাইয়ের নিয়মিত যত্ন নেই, তবে গাছগুলো সুন্দর থাকবে এবং ঘরের সৌন্দর্য বৃদ্ধি করবে। কিন্তু যত্নের অভাবে গাছ যদি রুগ্ন হয় তবে সেটা ঘরের সৌন্দর্যকে ম্লান করে দিবে। আর একটি কথা, বাড়িতে যে শুধু একটি বনসাই থাকবে এমন নয়। ড্রইং, ডাইনিং, বেড রুম সবখানেই রাখা যেতে পারে। বনসাইয়ের সঠিক উপস্থাপন একটি ঘরের এবং এর বাসিন্দারের সুরুচির বহিঃপ্রকাশ ঘটায়।
গুলশান নাসরিন চৌধুরী
রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন, অর্কিড প্লাজা, তৃতীয়তলা, হাউস-২, ধানমন্ডি: নতুন ১৫/পুরাতন ২৮। ঢাকা।
গুলশান নাসরিন চৌধুরী
রেডিয়েন্ট ইনস্টিটিউট অব ডিজাইন, অর্কিড প্লাজা, তৃতীয়তলা, হাউস-২, ধানমন্ডি: নতুন ১৫/পুরাতন ২৮। ঢাকা।
সুত্র: http://www.bangladesh-pratidin.com/?view=details&type=pratidin&pub_no=189&cat_id=3&menu_id=16&news_type_id=1&index=4
No comments:
Post a Comment