Tuesday, November 2, 2010

মঙ্গলে মানবের বাস

লোহিত গ্রহ মঙ্গলের রহস্য উন্মোচনের জন্য শেষ পর্যন্ত মনুষ্যবাহী নভোযান পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে নাসা। মার্কিন মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নার্সার প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী ২০৩১ সালের ফেব্রুয়ারিতে একজন নভোচারী নিয়ে মঙ্গল গ্রহের উদ্দেশে যাত্রা করবে চার লাখ কিলোগ্রাম ওজনের মঙ্গলযান মার্সশিপ। দেড় বছরের কর্মসূচি নিয়ে এই অভিযান সাজানো হয়েছে। মঙ্গলে পেঁৗছাতে ছয় থেকে সাত মাস সময় লাগবে। তবে এত বিশাল নভোযান কক্ষপথে উৎক্ষেপণের মতো শক্তিশালী রকেট লাঞ্চার তৈরি অসম্ভব। তাই পর্যায়ক্রমে মঙ্গলযানে বিভিন্ন অংশ পৃথিবীর কক্ষপথে পাঠিয়ে জমা করা হবে। তারপর একসঙ্গে জোড়া দিয়ে মার্সশিপকে   অত্যাধুনিক ইঞ্জিনের সাহায্যে পাঠানো হবে মঙ্গলের পথে। তারও আগে মঙ্গলের বুকে ২০২৮ ও ২০২৯ সালে বিভিন্ন কার্গো শিপ পাঠিয়ে ফিরতি পথের জ্বালানি, খাদ্য এবং মঙ্গলে থাকার ঘরবাড়ির সরঞ্জাম জমা করা হবে। এই বিশাল প্রজেক্টের আনুমানিক খরচ ধরা হয়েছে প্রায় ৪৫০ বিলিয়ন ডলার। এতে অনেকটা নিশ্চিত হওয়া যাবে মঙ্গলে মানবের বাস হবে কিনা। 
ষমেহেদী হাসান বাবু। সুত্র:http://www.bangladesh-pratidin.com/?view=details&type=pratidin&pub_no=189&cat_id=3&menu_id=16&news_type_id=1&index=2

No comments: