ট্রয়ের যুদ্ধ বা ট্রোজান ওয়ারের কথা কমবেশি সবার জানা। প্রাচীন গ্রিক এবং ট্রয় (বর্তমান তুরস্কে অবস্থিত)-এর অধিবাসীদের মধ্যে খ্রিস্টপূর্ব ১২৩০ অব্দে ট্রয় নগরেই এ যুদ্ধ সংঘটিত হয়েছিল। প্রচলিত কাহিনী অনুযায়ী খ্রিস্টপূর্ব ১২৪০ অব্দে এই যুদ্ধ শুরু হয়। যার প্রধান কারণ ছিল ট্রয়ের রাজপুত্র প্যারিস, স্পার্টার রাজা মেনিলাসের সুন্দরী স্ত্রী হেলেনকে অপহরণ করে নিজ বাসভূমিতে নিয়ে যান। মেনিলাসের ভাই আর্গসের রাজা আগামেমন গ্রিক নগরসমূহের রাজাদের আহ্বান করেন এবং ১ হাজারটি জাহাজ নিয়ে তিনি যাত্রা করেন হেলেনকে ফিরিয়ে আনার জন্য। টানা ১০ বছর ধরে গ্রিকরা ট্রয় নগর অবরোধ করে রাখেন কিন্তু তারা সাফল্য লাভ করতে অসমর্থ হন। তাই তখন তারা শত্রুদের পরাজিত করার জন্য পরিকল্পনা শুরু করেন। শত্রুদের পরাজিত করার জন্য তারা একটি কৌশল অবলম্বন করেন। তারা একটি বিরাট কাঠের ঘোড়া তৈরি করেন, যার নাম ছিল ট্রোজান হর্স বা ট্রয়ের ঘোড়া। এ বিরাট ঘোড়ার ভেতর গ্রিকরা এক আক্রমণকারী বাহিনীকে লুকিয়ে রাখল এবং ট্রয় নগরের দেয়ালের বাইরে তা ফেলে রেখে চলে এলো। এপিয়াস নামে একজন দক্ষ ছুতার বা মুষ্টিযোদ্ধা এ ঘোড়াটি তৈরি করেন। পলায়নের ভান করে গ্রিকরা জাহাজে করে নিকটবর্তী টেনিডোস দ্বীপে চলে গেলেন। যাবার সময় তারা সাইননকে সেখানে রেখে গেলেন। সাইনন ট্রয়বাসীকে বোঝাল যে, এই ঘোড়াটি এথিনাকে উপহার দেওয়া হয়েছে ট্রয় নগরকে অপরাজেয় করে তোলার জন্য। ট্রয়বাসী আনন্দ-উল্লাস করতে করতে ঘোড়াটিকে নগর-দেয়ালের অভ্যন্তরে নিয়ে এলো। তারা বুঝতেই পারেনি যে, ঘোড়াটি গ্রিক সৈন্য দ্বারা পরিপূর্ণ। মধ্যরাতে ওই সৈন্যরা কাঠের ঘোড়ার খোল ভেঙে বেরিয়ে এলো এবং নগরের দ্বারসমূহ খুলে দিয়ে অন্য গ্রিক সৈন্যদের নগরে ঢোকার সুযোগ করে দিল। তারা যত ট্রয়বাসীকে সামনে পেল সবাইকেই হত্যা করল এবং পুরো ট্রয় নগরীতে আগুন ধরিয়ে দিল। দেখতে দেখতে নগরটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। ট্রোজান ওয়ার বা ট্রয়ের যুদ্ধে এ ঐতিহাসিক কাহিনী অবলম্বন করে অন্ধ গ্রিক মহাকবি হোমার একটি বিখ্যাত মহাকাব্য রচনা করেন যার নাম 'ইলিয়াড'। ট্রয়ের অপর নাম ছিল ইলিয়াম। ইনিডের দ্বিতীয় পুস্তকে ঘটনাটির বিস্তারিত বিবরণ রয়েছে। এছাড়াও 'ওডিসি'তেও এর কিছু কিছু উল্লেখ আছে।
-প্রীতম সাহা সুদীপ
-প্রীতম সাহা সুদীপ
মুল সুত্র: http://www.bangladesh-pratidin.com/?view=details&type=pratidin&pub_no=196&cat_id=3&menu_id=16&news_type_id=1&index=0
1 comment:
hi it is very nice topics.
Post a Comment