Sunday, October 10, 2010

চে গুয়েভারার জীবনপঞ্জি

১৪ জুন, ১৯২৮: আর্জেন্টিনার রোসারিওতে জন্ম আর্নেস্তো চে গুয়েভারার।
জুলাই, ১৯৫৫: মেক্সিকো সিটিতে পরিচয় কিউবান বিপ্লবীদের প্রধান নেতা ফিদেলের সঙ্গে। সঙ্গে সঙ্গে কিউবান বিপ্লবী দলে নাম লেখালেন।
জানুয়ারি, ১৯৫৯: ১ জানুয়ারি হাভানার নিয়ন্ত্রণ নিল ফিদেল কাস্ত্রোর বিপ্লবী সরকার। ২ জানুয়ারি হাভানায় পৌঁছালেন চে।
৯ ফেব্রুয়ারি, ১৯৫৯: কিউবার নাগরিকত্ব পেলেন। অক্টোবরে কৃষি পুনর্গঠনের রাষ্ট্রীয় সংস্থার প্রধান, নভেম্বরে রাষ্ট্রীয় ব্যাংকের প্রধান হিসেবে নিয়োগ পেলেন।
১ এপ্রিল, ১৯৬৫: ফিদেল কাস্ত্রোকে লিখলেন বিখ্যাত সেই বিদায়পত্র। নিজেকে সব প্রশাসনিক দায়িত্ব থেকে সরিয়ে নিয়ে, পরিবারের দায়িত্ব কিউবা রাষ্ট্রের হাতে তুলে দিয়ে বেরিয়ে পড়লেন কঙ্গোর উদ্দেশে।
৭ অক্টোবর, ১৯৬৭: গোপন সংবাদের ভিত্তিতে বলিভীয় সেনাবাহিনী ঘিরে ফেলল চে ও তাঁর ছোট্ট একটা গেরিলা দলকে।
৯ অক্টোবর, ১৯৬৭: বলিভিয়ার প্রেসিডেন্ট রেনে বেরিয়েন্তোস চে’কে হত্যা করার আদেশ দিলেন। এই আদেশ কার্যকর করা নিয়ে সমস্যা দেখা দিল। সাধারণ সৈনিকেরা রাজি হচ্ছিল না নিরস্ত্র চে’কে গুলি করতে। অবশেষে বেছে নেওয়া হলো মদ্যপ সৈনিক মারিও তেরানকে। কাঁপা কাঁপা হাতে চে’র পায়ে বুকে নয়টি গুলি করে এক অপ্রকৃতিস্থ মানুষ শেষ করে দিল এক বিপ্লবীকে। 
 
সুত্র : প্রথম আলো  তারিখ: ০৯-১০-২০০৯

No comments: