Tuesday, October 19, 2010

বিরল বন্ধুত্ব!

পর্যটকদের কসরত দেখাচ্ছেন চিতো ও তাঁর পোষা কুমির পোচো
কুমিরের যা হিংস্র স্বভাব, তাতে মানুষের সঙ্গে প্রাণিটির বন্ধুত্ব হওয়ার কোনো কারণ নেই। কিন্তু এর ব্যতিক্রম ঘটেছে কিউবার জেলে চিতো ও তাঁর পোষা কুমির পোচোর বেলায়। প্রায় ২০ বছর আগে পোচোকে পোষার জন্য নিয়ে আসেন চিতো। পোচো তখন খুব ছোট, ওজন ছিল মাত্র ১৫০ পাউন্ড। এক খামারির বন্দুকের গুলিতে মরতে বসেছিল কুমিরটি। চিতোর সেবায় বেঁচে ওঠে সে। মনিবের দেওয়া মাছ ও মুরগি খেয়ে খেয়ে পোচো এখন ইয়া বড়। মাথা থেকে লেজের ডগা পর্যন্ত কুমিরটির দৈর্ঘ্য ১৭ ফুট। ওজন প্রায় এক হাজার পাউন্ড।
চিতো ও পোচোর মধ্যে এখন দারুণ বন্ধুত্ব। কয়েক বছর ধরে কুমিরটি নিয়ে পর্যটকদের সামনে বিভিন্ন কসরত দেখান চিতো, যা রোমাঞ্চকর ও তাক লাগানো। এতে পর্যটকেরা যেমন আনন্দ পায়, তেমিন চিতোর জন্য আসে কিছু অর্থ।
মেয়ার উইলসন নামে একজন পর্যটক বলেন, ‘আমি বাড়িঘর নির্মাণের ব্যবসার সঙ্গে জড়িত। ব্যবসা সূত্রে বিশ্বের অনেক স্থানেই ঘুরেছি। কিন্তু এমন আজব ঘটনা দেখিনি কখনো।’
চিতো বলেন, একসময় পোচোর যে উপকার করেছিলাম, তারই প্রতিদান দিচ্ছে সে। এপি। 
 
 সুত্র: দৈনিক প্রথম আলো  তারিখ: ২৯-০৯-২০১০

No comments: