Monday, October 18, 2010

বিপ্লবীর জীবন (জন্ম-মৃত্যু)

আরনেস্তো চে গুয়েভারা (১৯২৮—৬৭)
চে গুয়েভারার জন্ম ১৪ জুন ১৯২৮, আর্জেন্টিনার রোজারিওতে, উদার সংস্কৃতিমনা পরিবারের পাঁচ সন্তানের মধ্যে সবার বড়, দারুণ দুরন্ত চে কবিতা অন্তঃপ্রাণ (বলা হয়, গুয়েভারা পরিবারের সংগ্রহে ছিল তখন তিন হাজারেরও বেশি বই)। অ্যাজমার ধাত থাকা সত্ত্বেও চের প্রিয় খেলা ছিল রাগবি আর ফুটবল।


তরুণ বিদ্রোহী অপেক্ষায়
এ কথা মনে রাখতে হবে, অল্প বয়সী চের খিটখিটে মেজাজের কথা বলতে গিয়ে তাঁর বাবা আরনেস্তো গুয়েভারা লিনচ বলেছিলেন, আমার ছেলের শরীরে বইছে আইরিশদের বিদ্রোহী রক্ত।


চিরনিদ্রায় চে
৯ অক্টোবর, ১৯৬৭ সিআইয়ের সহযোগিতায় বলিভিয়ার সৈন্যদের হাতে চে ধরা পড়লে তাঁকে গুলি করে মারা হয়। মৃত্যুর শেষ মুহূর্তেও চের বিশ্বাস ছিল, তাঁর বিপ্লবের মধ্য দিয়ে লক্ষ মানুষের হদয়ে চিরকাল বেঁচে থাকবেন। 
 সুত্র: দৈনিক প্রথম আলো। | তারিখ: ০৮-১০-২০১০

No comments: